“১২ তারিখ নির্বাচন, ১৩ তারিখ তোকে আমি খেয়ে ফেলবো।”
সংবাদ প্রকাশের জের ধরে, সাংবাদিককে প্রকাশ্যে মে'রে ফেলার হু'মকি দিলেন যুবদল নেতা সানাউল্লাহ আবু
নিজস্ব প্রতিবেদক :::
সংবাদ প্রকাশের জের ধরে এক সাংবাদিককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কক্সবাজার জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সানাউল্লাহ আবুর বিরুদ্ধে।
জানা যায়, বুধবার (৭ জানুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় দৈনিক ভোরের আকাশ-এর কক্সবাজার জেলা প্রতিনিধি ও কক্সবাজার জাগো নিউজ (CJN)-এর বার্তা সম্পাদক ফয়সাল রিয়াদকে প্রকাশ্যে হুমকি দেন যুবদল নেতা সানাউল্লাহ আবু। এ সময় তিনি বলেন,
“১২ তারিখ নির্বাচন, ১৩ তারিখ তোকে আমি খেয়ে ফেলবো।”
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, পূর্বে প্রকাশিত একটি সংবাদের জের ধরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থানকালে সাংবাদিক ফয়সাল রিয়াদকে ডেকে নেন সানাউল্লাহ আবু। কার্যালয়ের সামনে পৌঁছামাত্রই তিনি ফয়সালের ওপর তেড়ে যান এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রকাশ্যে হেনস্থা করেন।
ঘটনার একপর্যায়ে উপস্থিত একাধিক সাংবাদিকের সামনেই সানাউল্লাহ আবু উপর্যুক্ত হুমকি দেন। পরে ফোন করে আরও ১০–১২ জনকে ঘটনাস্থলে ডেকে এনে পুনরায় প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে সাংবাদিক ফয়সাল রিয়াদ বলেন,
“সংবাদ প্রকাশের কারণে আমাকে অফিসের সামনে থেকে বিএনপি কার্যালয়ের সামনে ডেকে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর সানাউল্লাহ আবু হঠাৎ আমাকে মারতে তেড়ে আসে। আমার সঙ্গে অন্য দুইজন সাংবাদিক থাকায় সে আমাকে মারতে পারেনি। পরে সে আরও লোক ডেকে এনে প্রকাশ্যে হুমকি দেয়।”
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত যুবদল নেতা সানাউল্লাহ আবুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঘটনাটি নিয়ে স্থানীয় সাংবাদিক মহলে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

0 মন্তব্যসমূহ