আওয়ামীপন্থী শিক্ষক রোমানের সাথে শিবির নেতা রাব্বির ছবি ভাইরাল




গতকাল আওয়ামীপন্থী শিক্ষক রোমান সাহেবকে ধরে একটা নাটক মঞ্চায়ন করা হয়েছে।তিনি দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে আসেন এবং ভর্তি পরীক্ষা গুলোতে দায়িত্ব পালন করে এসেছেন হঠাৎ করে ভর্তি পরীক্ষার শেষ দিন কেন ধরা হলো এবং মধ্যরাতে ছেড়ে দেওয়া হলো আমরা নাটকের দর্শক হিসেবে শুধুমাত্র দেখছি।
বিচার-বিশ্লেষণ এবং প্রশ্নের উত্তর খোঁজার দায়িত্ব চবির শিক্ষার্থীদের উপর ছেড়ে দিলাম।
আমি একটা বিষয়ে দৃষ্টিপাত করছি এই যে রোমান সাহেবের বিরুদ্ধে অভিযোগ তিনি আওয়ামীপন্থী এবং বিভিন্ন শিক্ষার্থীর সাথে সখ্যতা গড়ে এক সাথে মাদকদ্রব্য গ্রহণ করতেন।আমরা জানি তিনি এবং তার ঘনিষ্ঠ শিক্ষার্থীরা অপকর্মের সাথে জড়িত।
এই যে রোমান সাহেবের সাথে যাকে দেখছেন তিনি গতকাল রোমান পাকড়াও করার নেতৃত্ব দিয়েছেন তিনি শিবিরের একজন দায়িত্বশীল এবং বর্তমানে আইন সম্পাদক। ছবিটা ৫ আগস্ট পূর্ববর্তী এখন রোমান সাহেবের বয়স কিছুটা বেড়েছে লম্বা দাড়িও রেখেছেন।যদি অভ্যুত্থান না হত তাহলে আমরা রাব্বি সাহেবকে শিবিরের দায়িত্বশীল এবং আইন সম্পাদক হিসেবে হিসেবে পেতাম কি না সন্দেহ আছে।নিঃসন্দেহে রোমান সাহেবের ঘনিষ্ঠজন হিসেবে দাপটের সাথে থাকতেন।
আমার প্রশ্ন যে অভিযোগে রোমান সাহেবকে কাঠগড়ায় দাড় করানো হলো সে কাঠগড়ায় শিক্ষকের গাড়িতে ফ্রেন্ডলি চলাফেরা করা,কফিশপ গুলোতে যাতায়াত করা আস্থাভাজন রাব্বি সাহেব সহযোগী হওয়ার দায় এড়াতে পারেন কি না এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার রাব্বি যদি তৎকালীন সময়ে শিবির হয়ে থাকেন তাহলে তিনি যে কাজ করে রোমান সাহেবের ঘনিষ্ঠ হয়েছে তা ভাবতেই শিহরিত হই।
আপনি ঘোর শত্রুর সাথে বসে চা খেতে পারবেন কিংবা সাপকে বিশ্বাস করে পকেটে রাখতে পারবেন কিন্ত সাথী ভাইদের না।

সাজ্জাদ হোসেন হৃদয়
ভিপি প্রার্থী, ছাত্রদল

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ