কক্সবাজার প্রতিনিধিঃ
আলোচিত ইউনুস মেম্বার হত্যা মামলার এজাহারনামীয় আসামি ও টেকনাফের হ্নীলা ইউপি সদস্য রেজাউল করিম পুলিশ প্রহরায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
র্যাবের হাতে আটকের মাত্র তিন দিনের মাথায় আজ রোববার (৭ ডিসেম্বর) ভোরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস এই মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ইউপি সদস্য রেজাউল করিম হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় আক্রান্ত ছিলেন। র্যাব তাঁকে হাসপাতাল থেকেই আটক করেছিল এবং কাগজে-কলমে পুলিশের কাছে হস্তান্তরের পর থেকেই তিনি পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত ৪ ডিসেম্বর বুকে ব্যথা অনুভব করলে চিকিৎসা গ্রহণের উদ্দেশ্যে ইউপি সদস্য রেজাউল করিম কক্সবাজারের ইউনিয়ন হাসপাতালে আসেন। সেখান থেকেই র্যাবের একটি দল তাঁকে আটক করে। কর্তব্যরত চিকিৎসক তাঁকে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
পরবর্তীতে র্যাব ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনাক্রমে ইউপি সদস্য রেজাউল করিমকে তার পরিবারের সদস্যদের উপস্থিতিতে র্যাব ও পুলিশের প্রহরায় ইউনিয়ন হাসপাতাল থেকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, নিহত রেজাউল করিম মেম্বারের বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলাসহ অস্ত্র, মাদক ও নাশকতার মতো গুরুতর অভিযোগসহ সর্বমোট ১৩টির বেশি মামলা ছিল।

0 মন্তব্যসমূহ