ডিএনসির কর্মকর্তা পরিচয়ে দিবালোকে সিএনজি চালকের ব্যাগ ছিনতাই

 

ডিএনসি কক্সবাজার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচয়ে ব্যাগ ছিনতাই; কক্সবাজারে প্রকাশ্য দিবালোকে
শৈবাল পয়েন্টে অটোরিকশা থামিয়ে সিএনজি আরোহীদের ধাওয়া; ইয়াবা সংশ্লিষ্টতার কথা বলে একজনের ব্যাগ নিয়ে উধাও

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার শহরের ব্যস্ততম শৈবাল পয়েন্টের সামনে প্রকাশ্য দিবালোকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ভুয়া পরিচয় দিয়ে এক যুবককে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল (সোমবার, ১ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। প্রশাসনের পরিচয় ব্যবহার করে ছিনতাইকারীরা দ্রুত  ব্যক্তির ব্যাগ নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

প্রত্যক্ষদর্শী ও ঘটনার শিকার রিকশাচালকের বর্ণনা অনুযায়ী, দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে দুজন আরোহীসহ একটি অটোরিকশা শৈবাল পয়েন্ট অতিক্রম করছিল। হঠাৎ করে পেছন দিক থেকে দ্রুত এসে একটি সিএনজি অটোরিকশা তাদের রিকশার গতিরোধ করে। সিএনজিতে থাকা আরোহীরা নিজেদের ডিএনসি’র লোক বলে পরিচয় দেয়।

মুহূর্তের মধ্যেই তারা রিকশায় থাকা দুই ব্যক্তিকে জোরপূর্বক সিএনজিতে তোলার চেষ্টা করে। এ সময় তারা দৌড়ে পালাতে সক্ষম হলেও এক  ব্যক্তির সাথে থাকা ব্যাগ ছিনতাই করেন মাদক দ্রব্যের কর্মকর্তা পরিচয়দানকারীরা।

ঘটনার সময় রিকশাচালকের সঙ্গে কথা বলে জানা যায়, সিএনজিতে থাকা ব্যক্তিরা অপহৃত যুবককে উদ্দেশ্য করে বলছিল, "তোমাদের জন্য অপেক্ষা করতেছিলাম" এবং "কত ইয়াবা? কার ব্যাগে ইয়াবা?" তারা আরও বলে, "সদর হাসপাতাল থেকে তোমাদের জন্য অপেক্ষা করতেছি।"
সচেতন মহল মনে করেন, এই কথোপকথন থেকে প্রতীয়মান হয় যে, এই অপহরণের পেছনে মাদক সংশ্লিষ্টতা অথবা মোটা অঙ্কের চাঁদাবাজির কোনো পরিকল্পনা ছিল।
রাস্তায় মানুষ জড়ো হলেও, সিএনজিতে থাকা ব্যক্তিবর্গ প্রশাসনের পরিচয়পত্র প্রদর্শন করে দ্রুত  সিএনজির যাত্রীদের ব্যাগ নিয়ে স্থান ত্যাগ করে। প্রশাসনের পরিচয় ব্যবহারের কারণে জনতা বিভ্রান্ত হয়ে যায় এবং কেউ কার্যকর প্রতিরোধ গড়তে পারেনি

দিনের আলোতে প্রশাসনের পরিচয় ব্যবহার করে এভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটায় স্থানীয় জনমনে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশের উচিত দ্রুত এই ঘটনার তদন্ত করে ভুয়া পরিচয় ব্যবহার করে অপরাধ সংঘটনকারী চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ