বার্তা পরিবেশকঃ
কক্সবাজার শহরে এক সিনিয়র আইনজীবীকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি ও অপহরণের ভয় দেখানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী মো. কলিম উল্লাহ (৬৩)। অভিযুক্ত যুবক আল শাহরিয়ার ফাহিম শহরের ৫ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
জিডি সূত্রে জানা যায়, গত ২০ ডিসেম্বর (শনিবার) রাত ৯টা ২৯ মিনিটের দিকে পেশকার পাড়ার বাসিন্দা মো. কলিম উল্লাহর ব্যক্তিগত মুঠোফোনে একটি কল আসে। অপর প্রান্ত থেকে আল শাহরিয়ার ফাহিম পরিচয় দিয়ে ওই বৃদ্ধকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে তাকে মারধর, অপহরণ এবং খুনের হুমকি দেওয়া হয়। শুধু তাই নয়, তাকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার ভয়ও দেখানো হয় বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী মো. কলিম উল্লাহ জানান, হঠাৎ করে কোনো কারণ ছাড়াই এমন হুমকি আসায় তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্ত যুবকের এমন আচরণে তিনি ও তার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন। ভবিষ্যতের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি আইনি প্রতিকার পেতে থানায় এই সাধারণ ডায়েরিটি করেছেন।
আবেদনের প্রেক্ষিতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ বিষয়টি আমলে নিয়েছে। ২১ ডিসেম্বর তারিখের ডায়েরি অনুযায়ী, এই ঘটনার বিপরীতে ১৬২৫ নম্বর সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়েছে। কর্তব্যরত ডিউটি অফিসার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।




0 মন্তব্যসমূহ