কক্সবাজারে এসএমসির এন্টারপ্রাইজের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

 

কক্সবাজার প্রতিনিধিঃ

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড এর ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 


৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যটন নগরী কক্সবাজার শহরের তারকা হোটেল সি প্যালেসে এই সম্মেলন কনফারেন্স অনুষ্ঠিত হয়।


এই অবিস্মরণীয় অর্জন আয়োজন করা হয়েছিল সেলস টিম সফলতার স্বীকৃতি জানাতে এবং ভবিষ্যতে আরও উন্নতির জন্য কৌশলগত দিকনির্দেশনা জানাতে। যাতে করে সামনে আসা টেকসই ও চ্যালেঞ্জের সম্মুখীন নিশ্চিতরূপে জয় করা যায়। গত ৫০ বছর ধরে জনস্বাস্থ্য রক্ষায় প্রধান গ্রাহকদের আস্থা অর্জনই তাদের এই অর্জনের মূল কারণ। এসএমসি-ইএল এর সফলতার পিছনে সবচেয়ে বড় অবদান সেলস (বিক্রয়) ও ডিস্ট্রিবিউশন পার্টনারদের।


২০১৪ সাল থেকে  বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান হিসেবে স্বাস্থ্যসেবা প্রদানে স্থিতিশীলভাবে যাত্রা শুরু করার পর থেকে এসএমসি এন্টারপ্রাইজ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তিভিত্তিক উন্নয়নমূলক কর্মতালিকায় ধারাবাহিকতা চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এসএমসি এন্টারপ্রাইজ বিভিন্ন ক্যাটাগরিতে পোর্টফোলিও সম্প্রসারণ করেছে এবং এটি প্রতিটি ক্যাটাগরিতেই শীর্ষস্থানীয় ব্র্যান্ড প্রতিষ্ঠা করেছে। যেমন: এসএমসি ওরস্যালাইন, এসএমসি প্লাস, এসএমসি ড্রাগ, এসএমসি ফ্রুটি, কনডম-এ সেনসেশন এবং প্যানথার । এছাড়াও, গর্ব নিরোধক বড়িতে ফেমিকন, ফেমিপিল ও নোরিক্স।  আর স্বাস্থ্য ও হাইজিন ক্যাটাগরির জন্য  জয়া স্যানিটারী ন্যাপকিন, স্মাইল বেবি ডায়পার এবং টেস্টমি ইন ইনস্ট্যান্ট পাউডার ড্রিংক। 


এসএমসির চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নয়নে আন্তর্জাতিক প্রতিষ্ঠান পরিণত হওয়ার ক্ষেত্রে এসএমসি এন্টারপ্রাইজর মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনের প্রয়োজন কার্যকর সেলস ও ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, যাতে পণ্য সহজে সবার কাছে পৌঁছাতে পারে। উভয় প্রতিষ্ঠান পোর্টফোলিও এবং এর সাথে প্রযুক্তির প্রসার, পরিবর্তনকে গ্রহণ করার মানসিকতা এবং কারণ  প্রতিষ্ঠানের সার্বিক অগ্রযাত্রায় 'পরিবর্তনের একমাত্র স্থায়ী সত্য'।  


এসএমসির সিইও তছলিম উদ্দিন খান বলেন, রূপান্তরের ছিল ৫০ বছরের পথ চলার মূল চালিকাশক্তি।  পরিবার পরিকল্পনার বাইরে গিয়ে আমরা সামাজিক উন্নয়ন কার্যক্রমকে বহু ক্ষেত্রে সম্প্রসারণ করেছি যাতে দেশের লাখো সুবিধা বঞ্চিত মানুষের জীবনমান উন্নত করা যায়। 


এসএমসি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসীর বলেন: টেকসইভাবে প্রবৃদ্ধির গতি ধরে রাখতে হবে। দ্রুত পরিবর্তনশীল বাজারে নিজেদের অবস্থানের পরিবর্তন করে একটি বাজারে প্রাসঙ্গিক থাকতে হবে। যা আগের থেকে যেকোনো সময়ের চেয়ে দ্রুতগতিতে পরিবর্তিত হচ্ছে। আমরা নতুন পরিবর্তন শুরু করতে যাচ্ছি। গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী সঠিক দামে ধারাবাহিক পণ্য সরবরাহের মাধ্যমে আমরা মাঠে একটি ফিল্ড-ভিত্তিক অবস্থান  তৈরি করেছি। পারফেক্ট টিম করে সেলস টিম গড়ে তোলা এবং অপারেশনাল এ্যাকশন অ্যাডভান্স এর মধ্য দিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে দৃঢ়প্রতিজ্ঞ।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএমসি এবং এসএমসি-ইএল-এর চেয়ারম্যান ফারুক আহমেদ; পরিচালক ড. জহির উদ্দিন আহমেদ; সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান চৌধুরী; পরিচালক ড. জহির উদ্দিন আহমেদ; পরিচালক খোরশেদ পারভেজ; পরিচালক ড. হেমায়েত আহমেদ, এবং এসএমসি-ইএল এর টপ ম্যানেজমেন্ট ও এসএমসি এন্টারপ্রাইজ এর ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। অনুষ্ঠানটি জনপ্রিয় শিল্পী দিলশাদ নাহার কনার সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ