উখিয়ায় র‍্যাবের অভিযানে প্রায় ৯০ হাজার ইয়াবাসহ ২ কারবারি আটক

 




এরফান হোছাইন:
কক্সবাজারের উখিয়া থানাধীন জালিয়াপালং ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৯০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। সীমান্ত এলাকার চোরাচালান নিয়ন্ত্রণে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সঙ্গে সমন্বয় করে এই অভিযান চালানো হয়।

র‍্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন জালিয়াপালং ইউনিয়নের ৩নং ওয়ার্ড, উত্তর সোনার পাড়া এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকের একটি বড় চালান পাচারের উদ্দেশ্যে মজুত করে রেখেছে

উক্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৫ এর অধিনায়ক মহোদয়ের নির্দেশনায় গত ১৭ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দে দুপুরে অভিযানিক দলটি বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে। মাদক কারবারিদের হেফাজতে থাকা সাদা বস্তা তল্লাশি করে মোট ৮৯,৯০৫  পিস ইয়াবা সহ দু'জন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়

আটককৃত ব্যক্তিরা উখিয়া থানাধীন জালিয়াপালং ইউনিয়নের উত্তর সোনার পাড়া  এলাকার বাসিন্দা সামছুল আলম ও আব্দুল শুক্কুর।

র‍্যাবের সহকারী পরিচালক  আ. ম. ফারুক  জানান,  উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ