বার্মিজ স্কুলের সামনে গভীর রাতে টহল টিমের হাতে আটক; অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
কক্সবাজার শহরে দেশীয় তৈরি একটি এলজি বন্দুক এবং এক রাউন্ড তাজা কার্তুজসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর, ২০২৫) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কক্সবাজার সদর মডেল থানার একটি টহল দল বিশেষ অভিযানে চালিয়ে বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রধান সড়ক থেকে তাদের আটক করে।
সন্দেহজনক গতিবিধি ও অস্ত্র উদ্ধার
পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে নিয়মিত টহল কার্যক্রম চলছিল। এ সময় তিন যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় টহল টিম তাদের ধাওয়া করে। ধাওয়ার মুখে তারা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক এবং এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: কক্সবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা সাইফুল ইসলাম (পিতা- মৃত খোরশেদ আলম), ভারুয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মো. রিদুয়ান হোসাইন (পিতা- মো: ইউনুছ), এবং একই এলাকার মোঃ ফাহিম (পিতা- মো: বাবুল)।
আইনানুগ ব্যবস্থা গ্রহণ
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহনের অভিযোগে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে কক্সবাজার সদর মডেল থানা সূত্রে জানা গেছে। শহরের নিরাপত্তার স্বার্থে অবৈধ অস্ত্রধারী ও অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এই ধরনের অভিযান চলমান থাকবে বলে পুলিশ জানিয়েছে।

0 মন্তব্যসমূহ