কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলার জমকালো আয়োজনে উদ্বোধন হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন পর্যটন গলফ মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী।
বক্তারা বলেন, “এই মেলা পর্যটন শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও নতুন গতি সঞ্চার করবে। পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোক্তার আহমদ, জেলা যুবদলের সভাপতি এডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম জাফর, মেলা পরিচালনা কমিটির চেয়ারম্যান সানাউল্লাহ আবু, সদস্য সচিব সাইফুল ইসলাম লিটনসহ অন্যান্য অতিথিরা।
পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এবারের আয়োজনকে বলা হচ্ছে ব্যতিক্রমধর্মী। মেলাকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুরো মাঠ সিসি ক্যামেরায় পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে। এবারের মেলা যৌথভাবে আয়োজন করেছে কক্সবাজার মুক্তিযোদ্ধা সংসদ, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার।
সরেজমিনে দেখা যায়, দীর্ঘ প্রস্তুতির পর মেলার সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। দর্শনার্থীদের স্বাগত জানাতে প্রবেশপথে নির্মিত হয়েছে রাজকীয় নকশার নান্দনিক গেট। এবারের মেলায় থাকছে ক্ষুদ্র ও কুটির শিল্পের ১৫০টি স্টল এবং ২২টি প্যাভিলিয়ন, যেখানে প্রিমিয়ার ও সাধারণ প্যাভিলিয়নের পাশাপাশি শিশুদের বিনোদন রাইড, খাবারের দোকান ও নানা আকর্ষণীয় আয়োজন রাখা হয়েছে।
মেলা পরিচালনা কমিটির চেয়ারম্যান সানাউল্লাহ আবু ও সদস্য সচিব সাইফুল ইসলাম লিটন জানান, “এবারের মেলায় এসেছে বেশ কিছু নতুনত্ব। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ কক্সবাজারের বীরদের স্মরণে স্থাপন করা হয়েছে স্মৃতি ফলক। শিশুদের বিনোদনের জন্য আনা হয়েছে টুইস্ট, লেম্ববাম্বু, ডিজিটাল নাগরদোলা, ইলেকট্রিক নৌকা, ওয়াটার বল, কার রেসিংসহ নানা রাইডস।”
মেলায় অংশ নিয়েছে দেশের নামকরা ব্র্যান্ড যেমন—আরএফএল, ভিশন, ওয়াকার, কিয়াম, ইটালিয়ানো, কম্পী, হোম টেক্সটাইল এবং ইরানী গোল্ড। মেরিন সিটি মেগামার্টের স্টলে থাকবে প্রয়োজনীয় গৃহস্থালি পণ্য। নারীদের জন্য ফ্যাশন জোন অনলাইন ব্র্যান্ডের স্টলে থাকছে উন্নতমানের কসমেটিকস ও পোশাক।
খাবারের আয়োজনেও এসেছে নতুনত্ব। এবারের বিশেষ আকর্ষণ দই ফুচকা ও সিলেটের বিখ্যাত রূহানী আচার, যা দর্শনার্থীদের মধ্যে ইতিমধ্যে সাড়া ফেলেছে।
মেলায় চলবে জাদু প্রদর্শনীসহ সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি দর্শনার্থীদের সুবিধার্থে তৈরি করা হয়েছে অস্থায়ী নামাজ আদায় কেন্দ্র ও শৌচাগার।
0 মন্তব্যসমূহ