##শুভ উদ্ভোদন উপলক্ষে নরমাল ডেলিভারিতে বিশেষ ছাড় ঘোষণা
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের স্বাস্থ্যসেবা খাতে মা ও শিশুদের সুলভ মূল্যে সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো 'হ্যাপি মাদার কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার'।
শহরের গুরুত্বপূর্ণ স্থান লিংকরোডে শহীদ সেন্টারের ২য় তলায় শুক্রবার (৭ নভেম্বর, ২০২৫) জুমার নামাজের পর এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়। উন্নত মাতৃস্বাস্থ্য ও আধুনিক রোগ নির্ণয় সেবার প্রতিশ্রুতি নিয়ে প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করেছে।
হোপ হাসপাতালের ডাঃ নিন্ময় বিশ্বাস ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, চিকিৎসক সহ অনেকেই উপস্থিত ছিলেন।
উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, "প্রসূতি মায়েদের সেবাকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি স্বল্প খরচে স্বাস্থ্যসেবা সহ শহর ও মফস্বলের মানুষের দৌড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে এই প্রতিষ্ঠান মানুষের পাশে থাকবে।" তিনি আরও জানান, মূল সড়কের পাশে অবস্থানের কারণে এটি স্থানীয় জনসাধারণের জন্য স্বাস্থ্যসেবা গ্রহণকে আরও সহজ করবে এবং কক্সবাজারের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে অবদান রাখবে।
বিশেষ ছাড় ও সেবার প্যাকেজ ঘোষণাঃ
উদ্বোধন উপলক্ষে জান্নাতুল ফেরদৌস হ্যাপি বেশ কয়েকটি আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করেছেন:
বিশেষ ডিসকাউন্ট: আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সকল নরমাল ডেলিভারিতে ১০০০ টাকা বিশেষ ডিসকাউন্ট ঘোষণা করা হয়েছে।
সাশ্রয়ী ডেলিভারি: নরমাল ডেলিভারি সম্পন্ন করা যাবে মাত্র ১৫০০ টাকায়।
সুলভ ভিজিট: ডাক্তারের ভিজিট ৩০০ টাকা এবং মিডওয়াইফ ভিজিট মাত্র ১০০ টাকায় করা যাবে।
এছাড়া, নারীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাও সুলভ মূল্যে করা যাবে বলে জানানো হয়।
জানা গেছে, প্রতিষ্ঠানটির পরিচালক জান্নাতুল ফেরদৌস হ্যাপি ব্র্যাক ইউনিভার্সিটির আন্ডারে হোপ হাসপাতালের মিড-ওয়াইফ ইনস্টিটিউট থেকে ডিগ্রি নিয়েছেন এবং সরকারিভাবে রেজিস্ট্রার্ড মিডওয়াইফ হিসেবে একই প্রতিষ্ঠানে দীর্ঘ ৭ বছর ধরে সিনিয়র মিড-ওয়াইফ হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে কর্মরত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা আশাবাদ ব্যক্ত করে বলেন, এই নতুন ডায়াগনস্টিক সেন্টারটি অত্যাধুনিক যন্ত্রপাতি ও দক্ষ জনবলের মাধ্যমে কক্সবাজার জেলায় মাতৃস্বাস্থ্য এবং শিশু স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

0 মন্তব্যসমূহ