//সোনারগাঁয়ে বিএনপি নেতার শিপইয়ার্ডে ১৫ দিন ধরে ডাম্ব বার্জ গায়েব; এক কোটি ৬০ লাখ টাকার ক্ষতিপূরণের দাবি
ডেস্ক রিপোর্টঃ
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহাদাত হোসেনের বিরুদ্ধে মালবাহী একটি জাহাজ ভাড়া করে এনে সেটি কেটে স্টিলের প্লেট হিসেবে বিক্রি করে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযুক্ত শাহাদাতের নেতৃত্বেই তার বাবা, স্থানীয় বিএনপি নেতার মালিকানাধীন শিপইয়ার্ডে এই কাজ করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক বিএনপিকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চুক্তি করে গায়েব হলো জাহাজঃ
মামলার এজাহার সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহাদাত হোসেনের নেতৃত্বে গত ১ নভেম্বর চট্টগ্রাম থেকে ডাম্ব বার্জ (ডিবি) নামের একটি জাহাজ সাত লাখ ২০ হাজার টাকায় এক মাসের চুক্তিতে ভাড়া করা হয়। জাহাজের মালিক চট্টগ্রামের ব্যবসায়ী রাকেশ শর্মা জানান, মো. জাফর নামে এক ব্যক্তি মালামাল পরিবহনের জন্য জাহাজটি ভাড়া করেন। কিন্তু জাফর শাহাদাতের সঙ্গে যোগসাজশ করে জাহাজটি সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় মেঘনা নদীর তীরে অবস্থিত শাহাদাতের বাবা রফিকুল ইসলাম (সাবেক ইউপি চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি)-এর মালিকানাধীন এইচবি হারুন অ্যান্ড ব্রাদার্স মেঘনা শিপইয়ার্ডে নিয়ে যান।
১৫ দিন ধরে কাটা হয় জাহাজ, গ্রেপ্তার ১ঃ
রাকেশ শর্মার দাবি, শাহাদাতের নেতৃত্বে মো. জাফর, ইকবাল হোসেন, নজরুল ইসলামসহ ১০-১৫ জনের একটি সিন্ডিকেট প্রায় ১৫ দিন ধরে জাহাজটি কেটে স্টিলের প্লেট বিক্রি করে দেয়। গত রোববার সকালে এক পরিচিত ব্যক্তির মাধ্যমে জাহাজ কাটার খবর পেয়ে রাকেশ শর্মা ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান। এতে তার এক কোটি ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি গত মঙ্গলবার রাতে সোনারগাঁ থানায় মামলা করেন।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান জানান, মালবাহী জাহাজ কেটে বিক্রির অভিযোগে মামলা গ্রহণ করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল বুধবার সকালে নজরুল ইসলাম নামে এক বিএনপিকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত নজরুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাজনৈতিক যোগসূত্র ও সমঝোতার চেষ্টাঃ
জাহাজ কাটার বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা শাহাদাত হোসেনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তার বাবা এবং শিপইয়ার্ডের মালিক বিএনপি নেতা রফিকুল ইসলাম অবশ্য মালিকপক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে বলে জানিয়েছেন।
এদিকে স্থানীয় সূত্র জানায়, রফিকুল ইসলাম পূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় পার্টির তৎকালীন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার আস্থাভাজন ছিলেন। সে সময় ছাত্রদল নেতা শাহাদাত বিভিন্ন অপকর্ম করেছেন বলেও অভিযোগ রয়েছে। রফিকুল ইসলাম হেফাজত নেতা মামুনুল হকের রিসোর্ট কাণ্ডের মামলায় আসামি হওয়ার পর পুনরায় বিএনপিতে ফিরে আসেন।

0 মন্তব্যসমূহ