'পেকুয়ার প্রতিষ্ঠাতা' সালাউদ্দিনের প্রতি ভালোবাসায় বিএনপিতে ৩০ আওয়ামী লীগ নেতা-কর্মী

 

'পেকুয়ার প্রতিষ্ঠাতা' সালাউদ্দিনের প্রতি ভালোবাসায় বিএনপিতে ৩০ আওয়ামী লীগ নেতা-কর্মী

বারবাকিয়ায় দলবদল, হাইব্রিড বলে উড়িয়ে দিল স্থানীয় আওয়ামী লীগ; আসন্ন নির্বাচনকে সামনে রেখে চাঙ্গা বিএনপি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়া উপজেলার প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের প্রতি ভালোবাসার টানে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) ৩০ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। ২০০১ সালে চারদলীয় জোট সরকারের আমলে প্রতিমন্ত্রী থাকাকালীন সালাউদ্দিন আহমেদের উদ্যোগেই পেকুয়া উপজেলায় রূপান্তরিত হয়েছিল। নিজের এলাকায় সাবেক এই সংসদ সদস্যের জনপ্রিয়তা ও প্রভাব এখনো তুঙ্গে রয়েছে।

উপজেলা বিএনপিতে ফুল দিয়ে বরণ

গত ২২ নভেম্বর রাতে পেকুয়ার বারবাকিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠানে যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। তিনি জানান, "জননেতা সালাউদ্দিন আহমেদের আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় আওয়ামী লীগের সক্রিয় রাজনীতি ছেড়ে তারা বিএনপিতে যোগদান করেছেন।"

নতুন যোগদানকারীদের মধ্যে রয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, মো. শাহাদাত, আমির হোসাইন, মোহাম্মদ কামাল, বদিউল আলম, মো. কাছিম, বাদল চন্দ্র শীল, আবদুল খালেক, নুরুল হোসাইন, নজরুল, নুরুল হক, মো. নাছির, মহি উদ্দিন, বশর, বদি আলম (২), করিম, মো. কাশেম, নাজিম উদ্দিন, মো. জসিম, জমির, আলমগীর, মো. কাশেম, উজ্জ্বল চন্দ্র শীল, আবু তালেব, নবীর হোসাইন, মো. আনসার, মো. রাজিব ও মো. মনু

আওয়ামী লীগ নেতার দাবি: 'হাইব্রিড' কর্মীরা রূপ পাল্টিয়েছে

যোগদানকারী নেতা আবুল কাশেম বিএনপিতে যোগদানের কারণ ব্যাখ্যা করে বলেন, "সালাউদ্দিন সাহেব আমাদের সন্তান, উনি এই অঞ্চলের জন্য অনেক কিছু করেছেন। আমরা একসময় আওয়ামী লীগ করলেও তাকে সবসময় ভালোবেসে এসেছি। আগামী নির্বাচনে উনাকে আমরা জয়ী করতে চাই তাই আনুষ্ঠানিকভাবে উনার দল বিএনপিতে যোগ দিয়েছি।"

তবে নাম প্রকাশ না করার শর্তে উপজেলা পর্যায়ের এক আওয়ামী লীগ নেতা এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ। তিনি দাবি করেন, "যারা বিএনপিতে গেছে তারা হাইব্রিড, দলের কেউ না। সুসময়ে আওয়ামী লীগের সাথে ছিল এখন রূপ পাল্টিয়েছে।"

উল্লেখ্য, সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করা হলে কক্সবাজার-১ আসনে সালাউদ্দিন আহমদকে মনোনয়ন দেওয়া হয়। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তার জনপ্রিয়তা ও প্রভাবকে কাজে লাগিয়ে বিএনপি এই অঞ্চলে সাংগঠনিক শক্তি বাড়াতে চাইছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ