কোটি টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, নোহা গাড়ি জব্দ



কক্সবাজার অফিসঃ
কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে প্রায় ৩০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এই সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি এক্স নোহা গাড়িও জব্দ করা হয়। উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ ইয়াবার বাজারমূল্য প্রায় কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

রবিবার (১৬ নভেম্বর, ২০২৫) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে এই অভিযান চালানো হয়।

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া থানাধীন খুটাখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান এর সামনে তল্লাশি চালায়।
এই অভিযানে ২৯ হাজার ৯১০ পিস ইয়াবা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০১টি এক্স নোহা গাড়ি জব্দ করা হয় এবং একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম নুরুল হক (৩৩)। সে উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা।

কক্সবাজার জেলা পুলিশের  অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস  এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ