প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার-৩ (সদর–রামু–ঈদগাঁও) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর–এর সমর্থনে আজ শনিবার (১৫ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা সংসদীয় আসন এলাকায় মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।
সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ধারাবাহিকভাবে চলা বিশাল মোটরসাইকেল র্যালি পরিণত হয় এক অভূতপূর্ব গণসমাবেশে। কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন এলাকার হাজারো তরুণ–যুবক, ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, মজুর, দলীয় নেতা–কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।
র্যালিটি শুরু হয় ঝিলংজা ইউনিয়নের ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে। আসন পরিচালক অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকীর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া বিশাল মোটরসাইকেল বহর টার্মিনাল–কলাতলী মোড়, কক্সবাজার শহর, লিংক রোড হয়ে রামু ক্যান্টনমেন্ট, রামু চৌমুহনী, বাংলাবাজার, পিএমখালী, খুরুশকুল, চৌফলদণ্ডী, ঈদগাঁও, পোকখালী, ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদসহ বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থান অতিক্রম করে। পুরো পথজুড়ে জনস্রোতের মতো মোটরসাইকেলের লম্বা সারি আকর্ষণ করে পথচারীদের নজর।
দীর্ঘ পথ পাড়ি দিয়ে র্যালির বহর পোকখালী মাদ্রাসা সংলগ্ন মসজিদে জোহরের নামাজ আদায় করা হয়। নামাজকে কেন্দ্র করে পুরো এলাকা পরিণত হয় এক শান্তিময় জনপদে। রামু রাবার বাগান স্টেশনে সমাপনী বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর। তিনি সুশৃংখলভাবে ল্যারীতে অংশগ্রহণ করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ন্যায়, ইনসাফভিত্তিক ও সাম্যের বাংলাদেশ বিনির্মাণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। পাশাপাশি মোটরসাইকেল র্যালীর কারণে চলাচলে সাময়িক কষ্ট হওয়ায় দুঃখ প্রকাশ করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও আসন পরিচালক অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি ও আসন সহ পরিচালক দেলাওয়ার হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি ও আসন সচিব আল আমীন মু. সিরাজুল ইসলাম, কক্সবাজার সদর আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মু. হাসান, ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা সেলিম উল্লাহ জিহাদী, কক্সবাজার শহর সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল, রামু উপজেলা সেক্রেটারি আবু নাঈম মু. হারুন, সাবেক কক্সবাজার পৌরসভা মেয়র সরওয়ার কামাল, সদর নায়েবে আমীর মাওলানা মোস্তাক আহমদ, সেক্রেটারি আজিজুর রহমান, ঈদগাঁও উপজেলা সেক্রেটারি মাওলানা নূরুল আজিম, জেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি আবদুর রহীম নূরীসহ স্থানীয় জামায়াত ও শিবিরের একাধিক নেতা–কর্মী। তারা তরুণদের উচ্ছ্বাস ও শৃঙ্খলাপূর্ণ অংশগ্রহণের প্রশংসা করেন।
বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে বিশাল এই র্যালি গিয়ে শেষ হয় রামুর চা-বাগান এলাকায়। দিনের শেষ বিকেলের আলোয় তরুণদের স্লোগান, প্রত্যয় এবং উৎসাহ পরিণত হয় আগামী জাতীয় নির্বাচনে পরিবর্তনের প্রত্যাশায়।

0 মন্তব্যসমূহ