কক্সবাজারে ১৫০০ দৌড়বিদের অংশগ্রহণে সম্পন্ন হলো ৩য় ম্যারাথন আয়োজন

 


কক্সবাজারে ১৫০০ দৌড়বিদের অংশগ্রহণে সম্পন্ন হলো ৩য়  ম্যারাথন আয়োজন

কক্সবাজারের তরুণদের সুস্থতা ও সমুদ্র সুরক্ষার বার্তা নিয়ে উৎসবমুখর তৃতীয় আয়োজন

কক্সবাজার প্রতিনিধি |

প্রায় দেড় হাজার দেশি-বিদেশি দৌড়বিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শনিবার (১ নভেম্বর, ২০২৫) সকালে সম্পন্ন হলো তৃতীয় কক্সবাজার ম্যারাথন ২০২৫। কক্সবাজার রানার্স কমিউনিটির উদ্যোগে আয়োজিত এই ম্যারাথনের মূল প্রতিপাদ্য ছিল—"এভরি স্টেপ ফর ওয়েলনেস অ্যান্ড দ্য ওশান" (সুস্থতা ও সাগরের জন্য প্রতিটি কদম)। দেশের দীর্ঘতম সমুদ্র সৈকতকে কেন্দ্র করে এই ইভেন্টটি কক্সবাজারের তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার বার্তা দেওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে পর্যটন সম্ভাবনার দুয়ার খুলে দিল।


ভোর থেকে শুরু উৎসব, ইভেন্ট ছিল ৪ বিভাগে

শনিবার ভোর সাড়ে চারটায় কক্সবাজার লাবণী বীচ পয়েন্ট থেকে শুরু হয় এই দৌড় প্রতিযোগিতা। ৪২.২ কিমি (ফুল ম্যারাথন), ২১.১ কিমি (হাফ ম্যারাথন), ১০ কিমি (মিড রান) এবং ২.৫ কিমি (কিডস রান)—এই চারটি বিভাগে দৌড়বিদরা অংশ নেন। দৌড়বিদরা লাবণী বীচ থেকে শুরু করে হলিডে মোড়, খুরুশকুল, চৌফলদণ্ডি, পোকখালী এবং ইসলামপুরের খান বীচ পর্যন্ত পথ পাড়ি দিয়ে পুনরায় লাবণী বীচে এসে দৌড় শেষ করেন।

ফুল ম্যারাথনে পুরুষ বিভাগে রহিম উদ্দিন প্রথম হয়েছেন। হাফ ম্যারাথনের পুরুষ বিভাগে মামুন এবং নারী বিভাগে আফরোজ আক্তার রিক্তা সেরা হন। এছাড়া ১০ কিমি মিড রানে পুরুষ বিভাগে জাকির হোসেন এবং নারী বিভাগে বিপাশা প্রথম হন।


অধ্যবসায় ও উদ্যমের প্রতীক এই আয়োজন

লাবণী উন্মুক্ত মঞ্চে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল মান্নান। তিনি বলেন, “কক্সবাজার ম্যারাথন শুধু দৌড় নয়, এটি অধ্যবসায় ও উদ্যমের প্রতীক। এই ধরনের আয়োজন তরুণ সমাজকে অনুপ্রাণিত করে এবং জেলাকে পর্যটন ক্ষেত্রে আরও এগিয়ে নেবে।”

ম্যারাথনের রেস ডিরেক্টর এস এম সাদেক জানান, তাদের মূল উদ্দেশ্যই ছিল, দৌড় ও ফিটনেসের মাধ্যমে কক্সবাজারের তরুণদের মানসিক ও শারীরিক সুস্থতাকে প্রাধান্য দেওয়া এবং একইসঙ্গে ম্যারাথনের মাধ্যমে বিশ্বব্যাপী কক্সবাজারকে তুলে ধরা। অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সামশুদ্দৌজা নয়ন বলেন, তরুণদের নিজস্ব উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হওয়াটা জেলার জন্য গর্বের বিষয়।

উল্লেখ্য, এই বর্ণাঢ্য আয়োজনের টাইটেল স্পন্সর ছিল আকিজ বাইসাইকেল এবং পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে ছুটি বীচ রিসোর্ট। অনুষ্ঠানে এভারেস্ট বিজয়ী ডা. বাবর আলীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ