পর্যটনকেন্দ্রের পথে মর্মান্তিক পরিণতি: মেরিন ড্রাইভে অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষে ট্যুরিস্ট নিহত
ইনানী ফায়ার সার্ভিস অফিসের সামনে দুর্ঘটনা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তির পর মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম থেকে আসা এক পর্যটক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে মেরিন ড্রাইভে একটি ব্যাটারিচালিত ট্যুরিস্ট অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে।
ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে ইনানী ফায়ার সার্ভিস অফিসের সামনে এই সংঘর্ষ ঘটে। সংঘর্ষে অটোরিকশার যাত্রী এ কে এম জিয়াউল করিম (৪৫) গুরুতরভাবে আহত হন। তিনি চট্টগ্রামের জালালাবাদ এলাকার বাসিন্দা ছিলেন।
আহত অবস্থায় তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাঁর মৃত্যু হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
ইনানী পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছান এবং প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৪-৮৩৭৩) এবং ব্যাটারিচালিত অটোরিকশা—উভয় যানবাহনই জব্দ করে জিম্মায় নেন। দুর্ঘটনার কারণ ও আইনি প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ি জানিয়েছে।


0 মন্তব্যসমূহ