আলোচিত আমজাদ হত্যা মামলা: প্রধান আসামি রাফি চট্টগ্রামে গ্রেফতার, রহস্য উদ্ঘাটনের আশা
সংঘটিত ঘটনার পর আত্মগোপনে ছিলেন তিনি; চৌফলদণ্ডী নতুন মহাল এলাকায় স্বস্তি
কক্সবাজার অফিসঃ
কক্সবাজারের চৌফলদণ্ডী নতুন মহাল এলাকায় চাঞ্চল্য সৃষ্টিকারী হাফেজ আমজাদ হত্যা মামলার এজাহারনামীয় প্রধান অভিযুক্ত (১ নম্বর আসামি) রায়েফ আনান রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক থাকা এই আসামিকে চট্টগ্রাম জেলার রাউজান থানা এলাকা থেকে আটক করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর, ২০২৫) বেলা আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল রাউজানে অভিযান চালিয়ে রাফিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রায়েফ আনান রাফি (২৪) চৌফলদণ্ডী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নতুন মহাল এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, হাফেজ আমজাদ হত্যা মামলাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচিত ছিল। ঘটনার মূল হোতা হিসেবে চিহ্নিত রাফি এত দিন আত্মগোপনে থাকায় মামলার তদন্তে কিছুটা স্থবিরতা ছিল। তবে তাঁকে গ্রেপ্তারের ফলে হত্যা রহস্যের জট দ্রুত খুলবে এবং মামলার বিচারিক কার্যক্রম এগিয়ে যাবে বলে মনে করছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিকে কক্সবাজার সদর থানায় এনে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শুরু করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদে জন্য রিমান্ডের আবেদন জানানো হবে।

0 মন্তব্যসমূহ