'দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করুন': উখিয়ায় জামায়াতের কর্মী সমাবেশে ঐক্যের ডাক জেলা আমীরের

 



'২৪-এর গণঅভ্যুত্থানের সুযোগ কাজে লাগাতে হবে'; সংকট মোকাবিলায় ভুল বোঝাবুঝির অবসান করে ঐক্যের আহ্বান

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

দেশের স্বার্থ রক্ষায় ঝুঁকি নিয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার এবং ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহাম্মদ আনোয়ারী। তিনি বলেন, '২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে তরুণ সমাজ ও সাধারণ মানুষের যে বিজয়ের সূচনা হয়েছে, আসন্ন নির্বাচনে সেই সুযোগ কাজে লাগিয়ে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে।

শনিবার বিকেলে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে থাইংখালী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঐক্যের ডাক ও রাজনৈতিক প্রেক্ষাপট

প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা আনোয়ারী তাঁর বক্তব্যে দেশের বর্তমান সময়কে 'সংকটময় মুহূর্ত' হিসেবে উল্লেখ করে বলেন, দেশের স্বার্থ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ঐক্যের শক্ত ভিত্তি তৈরি করতে হবে।

(প্রাসঙ্গিক অনলাইন তথ্য সংযুক্তি): উল্লেখ্য, জামায়াতে ইসলামী সম্প্রতি নির্বাচন কমিশন থেকে নিজেদের নিবন্ধন ও দলীয় প্রতীক 'দাঁড়িপাল্লা' ফিরে পেয়েছে (জুন ২০২৫)। এই প্রতীক ফিরে পাওয়ার পর দলটির রাজনৈতিক কার্যক্রমে নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে। এছাড়া, গত বছর সংঘটিত গণঅভ্যুত্থানকে জামায়াতে ইসলামী তাদের রাজনীতি ও আন্দোলনের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে আসছে এবং এই অভ্যুত্থানের ইতিহাস মুছে যেতে না দেওয়ার বিষয়ে তাদের কেন্দ্রীয় নেতৃত্বও বারবার বক্তব্য দিয়েছেন।

আনোয়ারী তাঁর বক্তব্যে কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখন সেই সুযোগকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে, যাতে নির্বাচনকে সফলভাবে ব্যবহার করে জনগণের কাঙ্ক্ষিত 'দাঁড়িপাল্লা'র বিজয় নিশ্চিত করা যায়।

কর্মী সমাবেশে অন্যান্য বক্তব্য

পালংখালী ইউনিয়ন জামায়াতের আমীর আবুল আলা রোমানের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল হক, শ্রমিক নেতা মুহাম্মদ শাহাজান, উপজেলা বিএম সেক্রেটারি মনসুর আলম এবং উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কবির আহাম্মদ

এছাড়া জামায়াত নেতা ফরিদ উদ্দিন চৌধুরী, মাওলানা আক্তার, গফুর উল্লাহ, মাওলানা নুরুল আমীর সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ইউনিয়নটির বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক সমাবেশে অংশ নেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ