মহেশখালীতে পুলিশের ওপর হামলা ও হাতকড়াসহ আসামি ছিনতাই: অন্যতম আসামি রবিউল গ্রেপ্তার



মহেশখালীতে পুলিশের ওপর হামলা ও হাতকড়াসহ আসামি ছিনতাই: অন্যতম আসামি রবিউল গ্রেপ্তার

চকরিয়ায় র‍্যাবের অভিযানে আটক; ২৯ সেপ্টেম্বরের ঘটনায় মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদকঃ

মহেশখালীর মাতারবাড়িতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই মামলার অন্যতম আসামি রবিউলকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল ৬ অক্টোবর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া একতা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম. ফারুকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেপ্তারকৃত রবিউল (৩০) মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়ার জাফর আলমের পুত্র


ঘটনার বিবরণঃ

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় মাতারবাড়ির নতুন বাজার এলাকায় আব্দুল্লাহ আল কাইয়ুম নামের এক আসামিকে গ্রেপ্তারের পর পুলিশ তাঁকে হাতকড়া পরায়। সে সময় একদল দুর্বৃত্ত পুলিশের ওপর হামলা চালিয়ে কাইয়ুমকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন বলেও জানানো হয়।

এই ঘটনায় পরদিন ৩০ সেপ্টেম্বর মহেশখালী থানায় ১৫ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। গ্রেপ্তারকৃত রবিউল সেই মামলার অন্যতম আসামি বলে নিশ্চিত করেছে র‍্যাব।

গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ