কক্সবাজারে পর্যটকের ওপর 'সিএনজি' ছিনতাইচক্রের হামলা: ছুরিকাঘাতের পর মোবাইল লুট, ৫ জন গ্রেপ্তার!
//সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় ঘটেছে ঘটনা; অভিযানে ১০টি মোবাইল ও ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করলো পুলিশ
কক্সবাজার প্রতিনিধি:
পর্যটন নগরী কক্সবাজার ফের ছিনতাইকারী চক্রের কবলে। তবে ঘটনার পরপরই দ্রুত অভিযানে নেমেছে পুলিশ। টাঙ্গাইল থেকে কক্সবাজার ভ্রমণে আসা এক পর্যটককে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় জড়িত একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং ছিনিয়ে নেওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ঘটনার বিবরণ:
পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার (১৯ অক্টোবর ২০২৫) বিকেল ৫টার দিকে টাঙ্গাইলের বাসাইল থানা এলাকার বাসিন্দা সাইফুল্লাহ (২২) নামের এক পর্যটক কক্সবাজার পৌরসভার সাংস্কৃতিক কেন্দ্র সংলগ্ন এলাকা দিয়ে যাচ্ছিলেন। সে সময় সিএনজিযোগে আসা ছিনতাইকারীরা তার পথরোধ করে।
জানা গেছে, ছিনতাইকারীরা ওই পর্যটককে ছুরিকাঘাত করে তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত অবস্থায় সাইফুল্লাহকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
দ্রুত অভিযানে গ্রেপ্তার ৫:
ঘটনাটি জেলা পুলিশের নজরে আসার সঙ্গে সঙ্গে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল ছিনতাইকারী চক্রটিকে ধরতে অভিযানে নামে।
সোমবার (২০ অক্টোবর) কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়, একাধিক স্থানে অভিযান চালিয়ে ছিনতাই চক্রের মোট পাঁচজন পেশাদার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন:
১. মো. বাবুল (২৮)
২. সাইফুল ইসলাম (২১)
৩. মো. সোহেল (২২)
৪. মো. সিদ্দিক ওরফে কানাইয়া (৪০)
৫. ইমরান সরোয়ার ইমন (২৫) (চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা, বর্তমানে টেকপাড়ায় বসবাসকারী) তবে অন্য ৪ জন সদরের বাসিন্দা।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস জানান, গ্রেপ্তারকৃতরা সবাই পেশাদার ছিনতাইকারী এবং তাদের কাছ থেকে ১০টি মোবাইল ও ছিনতাই কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পর্যটককে ছুরিকাঘাত ও ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় মামলা (এফআইআর নং-৪৭) রুজু করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

0 মন্তব্যসমূহ