পরিবেশ বিপর্যয় রোধে কউক চেয়ারম্যানের উদ্বেগ; পরিকল্পিত নগরায়ণ এখন বড় চ্যালেঞ্জ
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের পাহাড়, নদী ও সমুদ্র সৈকতের প্রতিবেশ রক্ষা করতে আইনি লড়াই জোরদার করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। পর্যটন শহরের পরিবেশ ধ্বংস করে পাহাড় কাটা, সৈকত দখল ও নদী ভরাটকারীদের বিরুদ্ধে ২৩টি মামলা বর্তমানে চলমান রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে শহরের একটি হোটেলে বেলা'র আয়োজনে অনুষ্ঠিত 'পরিবেশ ও প্রতিবেশ বিপর্যয় রোধে করণীয়' শীর্ষক মতবিনিময় সভায় এই তথ্য জানানো হয়।
কউক চেয়ারম্যানের দৃষ্টিতে বড় চ্যালেঞ্জ
কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান সালাহ উদ্দিন।
তিনি বলেন, "পরিকল্পিত নগরায়ণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা এখন কক্সবাজারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সকল পক্ষকে একসাথে কাজ করার কোনো বিকল্প নেই।"
বেলা'র ফিল্ড কো-অর্ডিনেটর মামুন খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা উল্লেখ করেন, পর্যটন শিল্পের দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে কক্সবাজারের প্রাকৃতিক সম্পদ মারাত্মক হুমকির মুখে পড়েছে।
আইনি লড়াইয়ে সক্রিয় বেলা:
সভায় জানানো হয়, বেলা কক্সবাজারের পরিবেশ সুরক্ষায় অত্যন্ত সক্রিয়। বিশেষ করে পাহাড় কেটে আবাসিক এলাকা তৈরি করা এবং সৈকত ও নদী দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তারা মোট ২৩টি মামলা দায়ের করেছে। সংগঠনটি দাবি করে, এই মামলাগুলো পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখছে।
আলোচনায় অংশ নেন ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) আপেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পিয়ার, কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা, এবং জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা মোহাম্মদ তাওসিফ শরীফ স্নিগ্ধসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের শতাধিক প্রতিনিধি।
বক্তারা পরিবেশের এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় কার্যকর কৌশল নির্ধারণের গুরুত্ব তুলে ধরেন।
0 মন্তব্যসমূহ