কক্সবাজারে ৪৮৫০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা মাদক পাচারকারী গ্রেপ্তার



কক্সবাজারে ৪৮৫০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা মাদক পাচারকারী গ্রেপ্তার

//টেকনাফের কুতুপালং ক্যাম্পের বাসিন্দা বিআইডব্লিউটিএ ঘাট এলাকা থেকে আটক



এরফান হোছাইন, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার পৌরসভা এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ৪৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এই ঘটনা কক্সবাজার শহরকে মাদক পাচারের নতুন রুট হিসেবে ব্যবহারের চেষ্টার বিষয়টি আবারও সামনে এনেছে।

শুক্রবার (১০ অক্টোবর, ২০২৫) রাতে কক্সবাজার সদর থানাধীন ৬ নং বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন মোরশেদ স্টোর নামক দোকানের সামনের রাস্তা থেকে ওই রোহিঙ্গা যুবককে আটক করা হয়।



আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় নজরদারি চালানো হয়। তথ্যের ভিত্তিতে আসামি নুর কবির (৩৭)-কে চিহ্নিত করে আটক করা হয়। স্বাক্ষীদের উপস্থিতিতে তাঁর ডান হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে স্কচটেপ দ্বারা মোড়ানো একটি পলিথিনের প্যাকেট পাওয়া যায়।

ওই পলিথিনের প্যাকেটের ভেতর থেকে ৪৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়, যার আনুমানিক ওজন ৪৫৫ গ্রাম। উদ্ধার হওয়া ইয়াবার বাজার মূল্য কয়েক লাখ টাকা।

গ্রেপ্তারকৃত নুর কবির (৩৭) কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প নং-০২, ব্লক নং-বি-০৯ এর বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত মোস্তাফিজ এবং মাতার নাম মৃত মরিয়ম খাতুন। তিনি কুতুপালং ক্যাম্পের ১৫২০৩১ এফএসএন নম্বরের নিবন্ধিত রোহিঙ্গা।



পর্যবেক্ষকরা বলছেন, রোহিঙ্গা ক্যাম্পগুলো মাদক পাচারের প্রধান কেন্দ্র হিসেবে কাজ করছে এবং সম্প্রতি পাচারকারীরা টেকনাফ-উখিয়া রুট এড়িয়ে কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিশেষ করে নৌ-ঘাটগুলো ব্যবহার করে মাদক দেশের অভ্যন্তরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।

উদ্ধার হওয়া ইয়াবা ও মাদক পাচারকারী নুর কবিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারনির ১০ (গ) ধারায় কক্সবাজার সদর থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ এবং তার সাথে জড়িত অন্যান্যদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ