টেকনাফে 'শীর্ষ ডাকাত' মুন্না গ্রেপ্তার: ১৪ মামলার পলাতক এই আসামি অপহরণ চক্রের মূলহোতা

 



পাহাড়ি আস্তানায় জিম্মি রেখে নির্যাতন; এক মাসের নজরদারির পর র‍্যাবের জালে কুখ্যাত আসামি

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে এক সফল অভিযানে শীর্ষস্থানীয় ডাকাত ও অপহরণ চক্রের মূলহোতা নুরুল ইসলাম মুন্নাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। হত্যা, মাদক, অপহরণ ও অস্ত্র আইনসহ মোট ১৪টি মামলার পলাতক আসামি মুন্না দীর্ঘদিন ধরে টেকনাফ এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে টেকনাফ সদর নতুন পল্লানপাড়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেংগুরবিল মাঠপাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলাম মুন্না ৩০ থেকে ৪০ জন সদস্য নিয়ে একটি শক্তিশালী সন্ত্রাসী গোষ্ঠী পরিচালনা করতেন। এই চক্রটি নিয়মিতভাবে সাধারণ মানুষকে অপহরণ করে পাহাড়ি আস্তানায় জিম্মি করত এবং মুক্তিপণ আদায়ের জন্য তাদের ওপর অমানবিক নির্যাতন চালাত।

র‍্যাব-১৫ জানায়, মুন্নার গতিবিধি নিয়ন্ত্রণে আনতে এক মাসেরও বেশি সময় ধরে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। আইনগত প্রক্রিয়া শেষে মুন্নাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে। তার গ্রেপ্তারে স্থানীয় সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ