কোস্ট গার্ডের ঝটিকা অভিযানে উদ্ধার ৩০ হাজার পিস ইয়াবা
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের টেকনাফে এক সফল ঝটিকা অভিযানে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে কৌশল করে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক শুক্রবার বিকেলে গণমাধ্যমকে জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল দুপুর ১টার দিকে টেকনাফ উপজেলা পরিষদ সংলগ্ন মূল সড়ক এলাকায় অবস্থান নেয়।
অভিযান চলাকালীন উক্ত স্থানে একটি সন্দেহজনক ইজিবাইককে লক্ষ্য করে তল্লাশি শুরু করলে অজ্ঞাত এক মাদক ব্যবসায়ী কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ইজিবাইকটি রেখেই দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ইজিবাইকটি তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকা। ইয়াবা পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়েছে।
জব্দকৃত ইয়াবা ও ইজিবাইকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ কোস্ট গার্ডের এই কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতে পূর্ণ উদ্যমে অব্যাহত থাকবে।

0 মন্তব্যসমূহ