সমাজসেবক ছালামত উল্লাহ আর নেই

 


সাংবাদিক আব্দুল আজিজের পিতৃবিয়োগ: 

উখিয়ার জালিয়াপালং-এ শোকের ছায়া; শোক প্রকাশ করেছে সাংবাদিক পরিবার

কক্সবাজার প্রতিনিধি | 

কক্সবাজার: বিশিষ্ট সমাজসেবক ও একুশে টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের পিতা ছালামত উল্লাহ আর নেই। সোমবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার শহরের একটি হাসপাতালে কিডনির ডায়ালাইসিস চলাকালীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ৮০ বছর

ছালামত উল্লাহ উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি এলাকার একজন পরিচিত ও শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন। সমাজসেবায় তাঁর অবদানের জন্য তিনি স্থানীয়ভাবে সুপরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

সাংবাদিক আব্দুল আজিজ নিশ্চিত করেছেন যে, মরহুমের নামাজে জানাজা সোমবার মাগরিবের নামাজের পর উখিয়ার জালিয়াপালং সোনাইছড়ি কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়।

এদিকে, সাংবাদিক আব্দুল আজিজের পিতৃবিয়োগে কক্সবাজারের সাংবাদিক পরিবার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমের প্রতিনিধিরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ