পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে; অবৈধ নির্মাণ মেনে নেওয়া হবে না: কউক
কক্সবাজারের কলাতলী সৈকত পাড়ায় অনুমোদন ছাড়া নির্মিত ভবনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ শুরু করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)।
বুধবার (৮ অক্টোবর, ২০২৫) কউকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযানে ইন্টারন্যাশলাল হোটেলের মালিক শহীদ ও লিমন নামের ব্যক্তিদ্বয়ের মালিকানাধীন নির্মাণাধীন একটি তিনতলা ভবনের অংশবিশেষ ভেঙে অপসারণ করা হয়েছে।
কউকের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত সৈকত পাড়া এলাকায় অননুমোদিতভাবে নির্মিত/নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং উক্ত তিনতলা স্থাপনার অংশবিশেষ ভেঙে অপসারণ করে।
কউক কর্তৃপক্ষ জানিয়েছে, কক্সবাজারকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে এবং জনগণের সুরক্ষার স্বার্থে অবৈধ নির্মাণের বিরুদ্ধে তাদের এই অবস্থান।
কউকের অথোরাইজড অফিসার রিশাদ উন-নবী এ বিষয়ে বলেন, "শহরের সৌন্দর্য রক্ষা, পরিকল্পিত নগরায়ন এবং জনগণের সুরক্ষার স্বার্থে এই ধরনের অবৈধ নির্মাণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কর্তৃপক্ষের অধিক্ষেত্রের মধ্যে অনুমোদন ছাড়া বা অনুমোদনের ব্যত্যয় ঘটিয়ে নির্মিত সকল ভবনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"

0 মন্তব্যসমূহ