কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে একই দিনে ৪ দুর্ঘটনা

 


কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে একই দিনে ৪ দুর্ঘটনা
//চকরিয়ায় সৌদিয়া বাস-মিনি ট্রাক সংঘর্ষ, আহত ৫

##বানিয়ারছড়া বাজারে মুখোমুখি সংঘর্ষে মিনি ট্রাক দুমড়েমুচড়ে যায়; একই দিনে রামু ও মালুমঘাটে আরও ৪ দুর্ঘটনায় আহত ১২ জনের বেশি

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া চিরিঙ্গা হাইওয়ে এলাকা আজ শনিবার (১১ অক্টোবর) ছিল সড়ক দুর্ঘটনার এক আতঙ্কের দিন। বানিয়ারছড়া বাজারের কাছে সৌদিয়া বাসের সঙ্গে একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মিনি ট্রাকের চালক ও হেলপারসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। এই ঘটনার পাশাপাশি একই দিনে রামু ও মালুমঘাট এলাকায় আরও একাধিক ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনাটি ঘটেছে বানিয়ারছড়া বাজারের প্রায় ২০০ মিটার উত্তর পাশে। চট্টগ্রাম মেট্রো-ব-১১-১৮৬১ নম্বরের সৌদিয়া বাসের সঙ্গে চট্ট মেট্রো-অ-১১-০৮৬০ নম্বরের মিনি পিকআপটির সংঘর্ষ হলে মিনি ট্রাকটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়।

আহতদের অবস্থা ও পরিচয়ঃ
মিনি পিকআপটির চালক মোঃ ফারুক হোসেন (৩৯) এবং হেলপার মোঃ মুঞ্জন (২৭) গুরুতর আহত হন। চালক ফারুক কুমিল্লার মনোহরগঞ্জ এবং হেলপার মুঞ্জন কুমিল্লার চান্দিনা এলাকার বাসিন্দা। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সৌদিয়া বাসের সামনের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হলেও বাসের কমপক্ষে ৩ জন যাত্রী আঘাত পেয়েছেন বলে জানা যায়।
চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট কর্ণা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুরুতর আহত মিনি ট্রাকের চালক ও হেলপারকে হাসপাতালে পাঠানো হয়েছে।

একই দিনে ৫টি দুর্ঘটনা: নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ

আজ একই দিনে চকরিয়া ও রামুতে আরও অন্তত চারটি ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে, যা মহাসড়কে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে:
১. রাবার বাগান সংঘর্ষ: দুপুর ১টার দিকে রামুর রাবার বাগানের সামনে একটি সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুই নারী ও এক শিশুসহ মোট ৪ জন আহত হন।



২. মোটরসাইকেল সংঘর্ষ: রাবারবাগান এলাকায় প্রথম দুর্ঘটনার এক কিলোমিটার দূরত্বে মহাসড়কে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে চালকসহ ৩ জন আহত হন।



৩. মালুমঘাটে বাস দুর্ঘটনা: দুপুর দেড়টার দিকে মালুমঘাট বাজারের কাছে আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ঢালু এলাকায় এক্সিডেন্ট করে।


 প্রত্যক্ষদর্শীদের মতে, এতে ৩-৪ জন আহত হন।
এক দিনে মহাসড়কের ছোট দূরত্বে এতগুলো সড়ক দুর্ঘটনার ফলে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। স্থানীয়রা ঘন ঘন এমন দুর্ঘটনা এড়াতে মহাসড়কটি ৬ লেনে উন্নীতকরণসহ অবিলম্বে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জোর দাবি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ