"শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিত করতে দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দিন" -জেলা আমীর আনোয়ারী



প্রেস বিজ্ঞপ্তি:


জেলা জামায়াতের আমীর ও কক্সবাজার ৪ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিত করতে দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দিতে ঐক্যবদ্ধ ভূমিকা পালনে এগিয়ে আসুন। আমরা সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধে বিশ্বাস করি। আমরা এই দেশের মানুষের উন্নয়নে বিশ্বাসী। সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ চালিয়ে যাচ্ছি।  জনগণ দেশ পরিচালনার সুযোগ দিলে জনমানুষের কল্যাণে সর্বদা সচেষ্ট থাকবো। দুর্নীতি ও সন্ত্রাসের বিপরীতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করবো। শতভাগ উন্নয়নের বরাদ্দ জনগণের জন্য জনগণের কল্যাণে ব্যয় করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সামগ্রিক উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি নিশ্চিত করতে দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। ১০ অক্টোবর হোয়াইক্যং ইউনিয়ন ৩, ৫ ও ৬নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত নয়া পাড়া সিরাজুল উলুম দাখিল মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 

ইউনিয়ন আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহীম খলিল ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মুহাম্মদ হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোছাইন সিদ্দিকী এবং টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ।


এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইয়াকুব, সাংগঠনিক সম্পাদক মাওলানা বদিউল আলম, অর্থ সম্পাদক নুরুল আলম, ৭নং ওয়ার্ড সভাপতি নুরুল আমিন, ৫নং ওয়ার্ড সভাপতি সিরাজুল মোস্তফা, ৬নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ইসমাইলসহ স্থানীয় নেতৃবৃন্দ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ