ভোক্তা অধিকার আইনে কউকের অভিযান; ৪ রেস্টুরেন্টকে লক্ষাধিক টাকা জরিমানা

 



পর্যটন এলাকায় পচা-বাসি খাবার: ৪ রেস্টুরেন্টকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

ভোক্তা অধিকার আইনে কউকের অভিযান; স্থানীয় ও পর্যটকদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে কঠোর হুঁশিয়ারি

কক্সবাজার প্রতিনিধি:

পর্যটন নগরী কক্সবাজারের বিভিন্ন রেস্টুরেন্টে পচা ও বাসি খাবার পরিবেশনের অভিযোগে চার প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কউক সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম। তিনি জানান, অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় চারটি রেস্টুরেন্টকে এই জরিমানা করা হয়।

জরিমানার আওতায় আসা প্রতিষ্ঠানগুলো হলো:

রেস্টুরেন্টের নামএলাকাজরিমানার পরিমাণ (টাকা)
হান্ডি রেস্টুরেন্টলাবনী পয়েন্ট৩০,০০০/-
কাঁচা লংকা রেস্টুরেন্টসুগন্ধা পয়েন্ট৪০,০০০/-
ক্যাফে জামান রেস্টুরেন্টকলাতলী মেইন রোড১৫,০০০/-
ক্যাফে দরবার রেস্টুরেন্টসুগন্ধা পয়েন্ট৩০,০০০/-

কউকের ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম সাংবাদিকদের জানান, এসব রেস্টুরেন্টকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে, যেন ভবিষ্যতে স্থানীয় জনসাধারণ এবং পর্যটকদের জন্য স্বাস্থ্যকর খাবার পরিবেশন নিশ্চিত করে। তিনি অন্য হোটেল ও রেস্টুরেন্ট মালিকদেরও সতর্ক করে দেন, সকলের জন্য স্বাস্থ্যকর খাবার পরিবেশন নিশ্চিত করতে ব্যর্থ হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



পর্যটন মৌসুমে কক্সবাজারের অনেক রেস্টুরেন্টেই খাবারের মান নিয়ে প্রশ্ন ওঠে। পর্যটকদের স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং পর্যটন শিল্পে আস্থা ধরে রাখতে কউকের এই ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ