‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন কক্সবাজারের নুরুল আবছার সিকদার: নোবেল জয়ী ড. ইউনূসের হাত থেকে নিলেন পুরস্কার
এরফান হোছাইন, কক্সবাজার প্রতিনিধি:
সামাজিক ও সেবামূলক কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন কক্সবাজারের কৃতি সন্তান ও কক্সবাজার সিটি কলেজের সহকারী অধ্যাপক নুরুল আবছার সিকদার। দেশব্যাপী এই সম্মাননা অর্জনকারীদের মধ্যে তিনি দ্বিতীয় স্থান লাভ করেছেন। সোমবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে নোবেল বিজয়ী ও দেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার হাতে পুরস্কারটি তুলে দেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেবামূলক ও নেতৃত্বগুণের কারণে নুরুল আবছার তার এই অনন্য সম্মাননা অর্জন করেন।
কক্সবাজারের আলীর জাঁহাল এলাকার বাসিন্দা নুরুল আবছার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজপতি সামশুল হক সিকদারের পুত্র। পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় তিনি এই অর্জনকে তার জীবনের একটি স্মরণীয় অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তিনি পুরস্কারটি কক্সবাজারবাসী, তার মা-বাবা এবং ফিলিস্তিনের গাজাবাসীকে উৎসর্গ করেছেন।
নুরুল আবছার বলেন, “সায়মুন সংসদের পক্ষ থেকে কক্সবাজারে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে আমরা এই সাফল্য উদযাপন করবো।” তার এই অর্জন জেলার তরুণদের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন স্থানীয়রা।
0 মন্তব্যসমূহ