কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) নতুন তিন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত সদস্যরা হলেন শহরের বার্মিজ স্কুল রোডের বিশিষ্ট চিকিৎসক ডা. মায়েনু, ঝাউতলা আলহেরা হোটেলের স্বত্বাধিকারী, বিশিষ্ট রাজনীতিক ও গণমাধ্যমকর্মী মোহাম্মদ সরওয়ার আলম, এবং মহেশখালীর কালারমারছড়ার উত্তর নলবিলার বাসিন্দা সাংবাদিক রকিয়ত উল্লাহ।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬-এর ধারা ৫(১)(ঢ) ও ৫(৫) উপধারা অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে। এই তিন সদস্য ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে ২১ সেপ্টেম্বর ২০২৮ সাল পর্যন্ত তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
0 মন্তব্যসমূহ