চাকরিচ্যুত সাবেক জিএমের প্রতারণা: ৫০ জনের বেশি পর্যটকের কাছে টাকা হাতিয়েছেন
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে পর্যটকদের সঙ্গে প্রতারণার অভিযোগে শহরের একটি হোটেলের চাকরিচ্যুত সাবেক মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ খাইরুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হোটেলের রুম বুকিং, বিমান ও ট্রেনের টিকিট দেওয়ার নাম করে ৫০ জনের বেশি পর্যটকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সোমবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ শহরের ঘোনারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বাসিন্দা খাইরুল আমিন (৪৪) একসময় কক্সবাজারের সুগন্ধা বিচ এলাকার ইলাফ ইন্টারন্যাশনাল হোটেলের জিএম হিসেবে কর্মরত ছিলেন। আর্থিক অনিয়মের কারণে গত ৬ জুলাই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। চাকরি হারানোর পরও তিনি তার আগের পদবি ব্যবহার করে পর্যটকদের সঙ্গে প্রতারণা চালিয়ে যাচ্ছিলেন।
চাকরির সুবাদে তার কাছে বিভিন্ন ট্রাভেল এজেন্ট ও পর্যটকের তথ্য ছিল। সেগুলোকে কাজে লাগিয়ে তিনি প্রতারণার ফাঁদ পাতেন। অগ্রিম টাকা নেওয়ার পর পর্যটকরা কক্সবাজার এসে দেখতে পেতেন কোনো রুম বা টিকিট বুকিং করা নেই। এতে পর্যটকরা চরম হয়রানির শিকার হতেন এবং পুরো পর্যটন খাত চরম অস্থিরতার মধ্যে পড়ে। ইতিমধ্যে একজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা (মামলা নং- ৫২৪/২৫) দায়ের করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এই ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
0 মন্তব্যসমূহ