মহেশখালীতে সাবেক বাবু মেম্বারের ভাই রিপন অস্ত্রসহ আটক

 



মহেশখালী উপজেলা প্রতিনিধিঃ

মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে পুলিশ এ্যাসল্ট মামলাসহ ১১ টি মামলার এজাহারনামীয় আসামী জাতীয় শ্রমিক লীগ কালারমারছড়া ইউনিয়ন শাখার সভাপতি শহিদুল ইসলাম রিপন ১ টি আগ্নেয়াস্ত্র (দেশীয় তৈরী এলজি) সহ গ্রেপ্তার হয়েছে।
মহেশখালী থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৩ সেপ্টেম্বর রাতে মহেশখালী থানা পুলিশের একটি আভিযানিক দল মহেশখালী থানাধীন কালারমারছড়া ইউপিস্থ বড়ুয়া পাড়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালানা করে।
এই সময় পুলিশ এ্যাসল্ট মামলাসহ ১১ টি মামলার এজাহারনামীয় আসামী ১টি আগ্নেয়াস্ত্র (দেশীয় তৈরী এলজি) সহ কালারমারছড়া ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের আফজলিয়া পাড়ার মৃত ছমির জালাল প্রকাশ কালুর পুত্র শহিদুল ইসলাম রিপন (৩৫)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।



মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক বলেন- আটককৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকার জন্য মহেশখালী উপজেলার সাধারণ জনগণের সহযোগিতায় একান্ত কাম্য। মহেশখালী থানা পুলিশকে মহেশখালী থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল প্রকার তথ্য দেওয়ার আহবান জানান।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ