শহরের সুগন্ধা বিচে ফিস ফ্রাইয়ের দোকানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার সন্ধ্যায় এ অভিযানের নেতৃত্ব দেন পর্যটন সেলের নির্বাহী ম্যজিস্ট্রেট মোঃ আজিম খান। অভিযানে পঁচা মাছ বিক্রির অভিযোগে তিনটি ফিস ফ্রাইয়ের দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজিম খান বলেন, ফিস ফ্রাইয়ের দোকানগুলোতে পঁচা মাছ বিক্রির অভিযোগ আছে। তাঁদেরকে সতর্ক করার পরেও আদেশের কর্ণপাত করছে না। তাঁদেরকে শেষ বারের বলা হয়েছে। তিনটি দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে। এর পরে-ও যদি পঁচা মাছ বিক্রি করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরও বলেন, অনুমোদন বিহীন কোন দোকান পর্যটন এরিয়া বসতে পারবে না। যাঁদের অনুমোদন আছে তারা দোকান বসাতে পারবে। অবৈধ কোন দোকান বসালে গুড়িয়ে দেওয়া হবে।
এর আগেও পঁচা, বাসি মাছ বিক্রি অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছিল ট্যুরিস্ট পুলিশ। অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন ডিআইজি আপেল মাহমুদ। ওই সময় রং ও বরফ দিয়ে সাজিয়ে রাখা অনেক মাছ মাটিতে ফেলে দেওয়া হয়।
0 মন্তব্যসমূহ