"সমাজের অন্যায়–অবিচার দূর করতে দাঁড়ি পাল্লার বিজয় নিশ্চিত করতে হবে"- আনোয়ারী






সমাজের অন্যায়, অবিচার, জুলুম ও দুর্নীতি আজ মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। এ অবস্থা থেকে মুক্তির জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাড়া আর কোনো বিকল্প শক্তি নেই বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহাম্মদ আনোয়ারী। তিনি বলেন, জনগণের হৃদয়ে দাঁড়িপাল্লার প্রতীক গভীরভাবে জায়গা করে নিয়েছে। ভয়-ভীতি, মামলা কিংবা ষড়যন্ত্র দিয়ে জামায়াতের অগ্রযাত্রাকে থামানো যাবে না।


জুমাবার (২৯ আগস্ট ২০২৫) বিকেল ৩টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্র কমিটি গঠন ও প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ফারিরবিল আলীম মাদ্রাসার অডিটোরিয়ামে অনুষ্ঠিত


সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ইউপি সদস্য ডা. মাওলানা কবির আহাম্মদ। কোরআন তেলাওয়াত করেন আব্দুল্লাহ আল নোমান। সমাবেশ পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান।


প্রধান অতিথি আরো বলেন, আগামী দিনে দাঁড়িপাল্লার বিকল্প কিছু নেই। জনগণের হৃদয়ে দাঁড়িপাল্লা গভীরভাবে স্থান করে নিয়েছে। ভয়-ভীতি, মিথ্যা মামলা কিংবা হামলা দিয়ে জামায়াতের অগ্রযাত্রাকে ঠেকানো যাবে না।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোসাইন সিদ্দিকী। আরো বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল হক, উপজেলা কর্মপরিষদ সদস্য মাস্টার খায়রুল বশর, ইউনিয়ন আমীর আবুল আলা রোমান, সাবেক ছাত্রনেতা ও শ্রমিক নেতা মোহাম্মদ শাহাজান।ভোট কেন্দ্র ভিত্তিক ৭ নং ওয়ার্ডের সভাপতি ফরিদুল আলম চৌধুরী, ৯ নং ভোট কেন্দ্রভিত্তি সভাপতি আতাউর রহমান মিন্টু।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ