মহেশখালীতে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা করায় হামলা ও অপহরণের শঙ্কায় ইয়াছির আরাফাত



বার্তা পরিবেশকঃ
মহেশখালী উপজেলা আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা করায় বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি ইয়াছির আরাফাত হামলা ও অপহরণের শঙ্কা প্রকাশ করেছেন।

সোমবার (১১ আগস্ট) ইয়াছির আরাফাত জানান, মহেশখালীর প্রভাবশালী আওয়ামী লীগ নেতারা তাকে ধরার জন্য নানা ফাঁদ পেতে রেখেছেন। বিশ্বস্ত সূত্র থেকে এ তথ্য পাওয়ার কথা দাবি করে তিনি বলেন, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। যেকোনো সময় হামলা বা অপহরণের শিকার হতে পারি।”

এছাড়া, তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, মেয়র মকসুদ,  এমপি আশেক গংয়ের সাঙ্গপাঙ্গরা আদালতের রায় হওয়ার আগেই কিছু গণমাধ্যম তাকে নিয়ে প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করতে পারে— যা তাকে ‘মিডিয়া ট্রায়াল’-এর শিকার বানাতে পারে।

তিনি বলেন, রাষ্ট্রের কল্যাণে এই মামলাটি করেছি। আমি নিরাপত্তাহীনতায় ভোগছি, আমার নিরাপত্তা চাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ