সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কক্সবাজারে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ



সাংবাদিকের কাজে না আসলে এমন প্রেস কাউন্সিল প্রয়োজন নেই- সাংবাদিক জসিম উদ্দিন 

নিজস্ব প্রতিবেদকঃ

দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গাজীপুরের চৌরাস্তার মোড় এলাকায় সন্ত্রাসী কতৃক নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ক্রাইম এসোসিয়েশন অব কক্সবাজার ( ক্র্যাক) এবং কক্সবাজারের কর্মরত সকল সাংবাদিক ও আপমর জনসাধারণ।  


শনিবার  আগস্ট দুপুর ১২টায় কক্সবাজার পৌরসভার সামনে এ বিশাল মানববন্ধন ও বিক্ষোভ আয়োজন করেন ক্র্যাকের সভাপতি ও দৈনিক যুগান্তরের কক্সবাজার জেলা প্রতিনিধি মেধাবী এবং অনুসন্ধানী সাংবাদিক জসিম উদ্দিন ও সংগঠনটি সেক্রেটারি চ্যানেল ২৪ এর কক্সবাজার জেলা প্রতিনিধি প্রতিনিধি আজিম নিহাদ। 


তাদের নেতৃত্বে ডাক দিয়ে কক্সবাজারের কর্মরত সাংবাদিকরা নিজ নিজ উদ্যোগে ব্যানার নিয়ে দাঁড়িয়ে সাংবাদিক তুহিন হত্যার বিচার চেয়েছেন এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 


এদিকে দুপুর ১২ টায় কক্সবাজার পৌরসভার সামনে মানববন্ধনে দাঁড়িয়ে কক্সবাজারের সকল সিনিয়র সাংবাদিকগণ জ্বালাময়ী বক্তব্য প্রধান করেন। প্রথমে সাংবাদিক আজিম নিহাদের সঞ্চালনায় একে একে বক্তব্য প্রধান করেন। বক্তব্যে সাংবাদিক তুহিন হত্যার ন্যায় বিচারের পাশাপাশি সাংবাদিক সুরক্ষা আইন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং সাংবাদিকদের মব সৃষ্টি করে মামলা হামলা বন্ধের কঠিন হুশিয়ারি দেন সাংবাদিক জসিম উদ্দিন।  জসিম উদ্দিন বলেন, প্রেস কাউন্সিল সাংবাদিকদের পাশ্বে থাকেনা ৷ প্রেস কাউন্সিলের নামে ভন্ডামীকে আমরা প্রশ্রয় দিবনা। যে প্রেস কাউন্সিল সাংবাদিকের কোন কাজে আসবেনা এই প্রেস কাউন্সিলের প্রতি ধিক্কার জানাই। 


এদিকে মানববন্ধনে উপস্থিত ছিলেন কক্সবাজারের জনকণ্ঠের স্টাফ রিপোর্টার  সিনিয়র সাংবাদিক এইচএম এম এরশাদ,এবং এস এ টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক আহসান সুমন,রূপালী বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি, এবং দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার সাংবাদিক তাজুল ইসলাম, টিটিএনর সম্পাদক সৌরভ দেব, সাংবাদিক মনসুর আলম মুন্না,  সাংবাদিক আবদু রশিদ মানিক, সাংবাদিক আমিন, সাংবাদিক ইয়ার রহমান আনান,  সাংবাদিক মাহবুব আলম মিনার,সরোয়ার জাহান, সানজিদুল আলম সজীব, শহিদুল কবির, শামসুল আলম শ্রাবণ,  সাংবাদিক রিপনসহ  শতাধিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় প্রত্যেকেই একেরপর এক বক্তব্য দিয়ে সাংবাদিক তুহিন হত্যার বিচার চেয়েছেন।  পাশাপাশি সকল সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ