এরফান হোছাইন, কক্সবাজার প্রতিনিধি:
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে কক্সবাজার শহর ও সৈকত এলাকার আটটি রেস্টুরেন্টকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৭ আগস্ট) কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগমের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এই জরিমানা করা হয়।
কউকের অথরাইজড অফিসার মোহাম্মদ রিশাদ উন নবী জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে কক্সবাজারের ৮টি রেস্টুরেন্টকে মোট ৭৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
তিনি আরও জানান, অভিযান চলাকালে বিভিন্ন রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের প্রমাণ পাওয়ায় তাদের এই জরিমানা করা হয়।
0 মন্তব্যসমূহ