সৌদিয়ায় সড়ক দুর্ঘটনায় আলৌকিকভাবে অক্ষত সাবেক এমপি কাজলসহ অন্যান্যরা

 


সৌদিয়ায় সড়ক দুর্ঘটনায় আলৌকিকভাবে অক্ষত সাবেক এমপি কাজলসহ অন্যান্যরা

কক্সবাজার অফিস: ওমরাহ পালনের জন্য সৌদি আরব সফরকালে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবীবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল। গতকাল বুধবার (৬ আগস্ট) বিকেলে এই দুর্ঘটনা ঘটে, তবে সৌভাগ্যবশত তিনি ও তার পরিবারের সদস্যরা অক্ষত আছেন।

সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেন। তিনি জানান, "আলহামদুলিল্লাহ। গতকাল ৬ আগস্ট আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে ইয়ানবু শহর থেকে পবিত্র মদিনায় ফেরার পথে আমাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়।"

তিনি আরও জানান, গাড়িটিতে তার পরিবারের বেশ কয়েকজন সদস্য, যার মধ্যে নাতি আলমগীরের স্ত্রী ও দুই শিশু সন্তানও ছিলেন। ১৪০ কিলোমিটার বেগে চলা একটি নিশান পেট্রোল ভি৮ মডেলের গাড়িটি দুর্ঘটনাকবলিত হলেও, মহান আল্লাহর রহমতে তারা সবাই প্রায় অক্ষত ছিলেন।

দুর্ঘটনার পর সৌদি পুলিশ এবং হাইওয়ের চিকিৎসকেরা তাদের প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় তারা নিরাপদে মদিনার আবাসস্থলে পৌঁছান। এই কঠিন পরিস্থিতিতে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে তিনি সবার দোয়া চেয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ