কক্সবাজার অফিসঃ
কক্সবাজার সদর উপজেলাধীন চৌফলদন্ডী ইউনিয়নের মল্লিকপাড়ায় পুকুরে গোসল করতে নেমে সিয়াম মলধর (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ সোমবার (৪ আগষ্ট) এ ঘটনা ঘটে।
সিয়াম পেশায় একজন স্বর্ণকার ছিলেন। সে চৌফলদন্ডীর নিরঞ্জন ধরের পুত্র।
পরিবারের দাবী তিনি মৃগী রোগী ছিলেন। এর আগেও পুকুরে আরেকবার পড়েছিল তখন দেখামাত্রই তুলে ফেলা হয় পরে দুর্ঘটনা ঘটেনি। এইবারে পড়ার সময় কেও দেখেনি। যার ফলে ওনাকে সঠিক সময়ে উদ্ধার করা সম্ভব হয়নি। ওনাকে পুকুরে দেখামাত্রই এক শিশু দেখলে চিৎকার দেয় ফলে আশেপাশের মানুষ এসে তখন তাকে মৃত উদ্ধার করে । ফলে ওনার মৃত্যু হতে পারে বলে দাবি পরিবারের।
কক্সবাজার সদর থানার এস আই সুষ্ময় বড়ুয়া জানান, পুকুরে ডুবে তার মৃত্যু হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতালে আনা হয়েছে৷
0 মন্তব্যসমূহ