নিজস্ব প্রতিবেদক
জুলাই বিপ্লব নতুন করে দেশ গঠনের সুযোগ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নুরুল হক। তিনি বলেন, জুলাই বিপ্লব আমাদের নতুন করে দেশ গঠনের সুযোগ করে দিয়েছে। আমাদেরকে এই সুযোগ কাজে লাগাতে হবে। আমরা রাত-দিন চেষ্টা করে যাচ্ছি, আপনারাও দ্বীনি শিক্ষার প্রসারে কাজ করে যান। মাদ্রাসা শিক্ষা কারিকুলাম শুধু দেশেই নয় বিদেশেও প্রয়োজন রয়েছে। সারা বিশ্বে বাংলাদেশীদের জন্য মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার ডিমান্ড রয়েছে।
যাইতুন একাডেমির কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নুরুল হক।
শনিবার (২৩ আগস্ট) সকালে চট্টগ্রাম নগরের যাইতুন একাডেমি পরিদর্শন শেষে মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান এসব কথা বলেন।
এর আগে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যাইতুন একাডেমির চেয়ারম্যান ড. মুহাম্মদ আমিনুল হক, ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. বিএম মফিজুর রহমান আল আজহারী, ভাইস চেয়ারম্যান ড. মো. শহীদুল হকসহ একাডেমির তাহফিজ বিভাগের ছাত্র ও শিক্ষকবৃন্দ। শিক্ষার্থীরা এসময় "তালাআল বাদরু আলাইনা" গেয়ে গেয়ে অতিথিকে বরণ করে নেন।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল, সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুনও শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাথে যাইতুন একাডেমি পরিদর্শনে আসেন। তাদেরকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় যাইতুন একাডেমির চেয়ারম্যান ড. মুহাম্মদ আমিনুল হক সকল অতিথিকে নিয়ে যাইতুন একাডেমির সকল ক্লাস রুম, কম্পিউটার ল্যাব, লাইব্রেরী, যাইতুন স্টুডিও, যাইতুন পাবলিকেশন ঘুরে ঘুরে দেখান। এ সময় তারা নতুন স্থাপিত সাইন্স ও রোবটিক ল্যাব উদ্বোধন করেন। যাইতুন একাডেমির আবাসিক হোস্টেল ও ডাইনিং হলও ঘুরে দেখেন মেহমানবৃন্দ। পরিদর্শন শেষে সংক্ষিপ্ত অভ্যর্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তারা।
মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সম্মানে আয়োজিত এই প্রোগ্রামে ভাইস প্রিন্সিপাল অ্যাডভোকেট রাবেয়া সুলতানার নেতৃত্বে যাইতুন একাডেমির সকল শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন ড. মুহাম্মদ আমিনুল হক। তিনি যাইতুন একাডেমি প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে আরবি ও ইংরেজি মাধ্যমের এই নতুন ধারার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান।
তিনি প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনার নেক নজর এই প্রতিষ্ঠানকে অনেক দূর এগিয়ে নিবে। আপনি সারা বাংলাদেশে মাদরাসা শিক্ষার উন্নয়নে অনেক অবদান রেখে যাচ্ছেন। আপনি মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে আসীন হয়ে মাদরাসা শিক্ষা উন্নয়নে অনেক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। এজন্য আল্লাহ তাআলা আপনাকে ও আপনার টিমকে দুনিয়া ও আখেরাতে উত্তম প্রতিদান দান করুন।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল বলেন, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান স্যার, আপনি আমাদেরকে যেভাবে নির্দেশনা দিবেন সেভাবে আমরা কাজ করে মাদরাসা শিক্ষা উন্নয়নে অবদান রাখতে চাই। যেখানেই আপনার সহযোগিতা প্রয়োজন সেখানেই আমরা আছি ইনশাআল্লাহ।00
0 মন্তব্যসমূহ