স্পা ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করলেন অতিরিক্ত ডিআইজি

 


কক্সবাজার অফিসঃ

কক্সবাজারের পর্যটন এলাকাগুলোতে অপরাধ করে কেউ পার পাবে না বলে সতর্ক করে দিয়েছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়ন। 

আজ বৃহস্পতিবার (১৪ আগষ্ট)পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে শহরের বিভিন্ন স্পর্শকাতর পয়েন্টে অভিযান পরিচালনা করা হচ্ছে। একইসঙ্গে স্পা ব্যবসার আড়ালে কোনো ধরনের অনিয়ম বা পর্যটক হয়রানি সহ্য করা হবে না বলে স্পা ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পর্যটকদের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। সাম্প্রতিক সময়ে পর্যটন এলাকাগুলোতে কিছু অপরাধমূলক কর্মকাণ্ড ও অনিয়মের অভিযোগ সামনে এসেছে, যার ফলে পর্যটকদের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি হতে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন এখন আরও কঠোর হয়েছে।



কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ  বলেন, "অপরাধীদের জেনে রাখা উচিত, পর্যটন এলাকায় এসে অপরাধ করে কেউ ছাড় পাবে না। এই লক্ষ্যেই শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হচ্ছে।" তিনি আরও বলেন, "যারা স্পা ব্যবসা পরিচালনা করছেন, তাদের সতর্ক করা হয়েছে যে স্পার আড়ালে কোনো ধরনের পর্যটন হয়রানিমূলক বা অনিয়ম চলতে দেওয়া হবে না। আমরা বিশ্বাস করি, এর ফলে পর্যটকরা বুঝতে পারবেন যে কক্সবাজার তাদের জন্য একটি সুরক্ষিত স্থান।"

পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, এটি পর্যটকদের আস্থা ফিরিয়ে আনবে এবং কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়নে সহায়ক হবে। পর্যটকরা যাতে স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে ভ্রমণ করতে পারেন, সে জন্য পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকেও সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ