এরফান হোছাইন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য ড. এ.এইচ.এম. হামিদুর রহমান আযাদ বলেছেন, 'জুলাই সনদ'-এর আইনি স্বীকৃতি এবং বাস্তবায়ন ছাড়া দেশে কোনো নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না। সরকার জনগণের এই ন্যায্য দাবি পূরণে ব্যর্থ হলে মানুষ আবারও রাজপথে নামতে বাধ্য হবে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নে জামায়াতে ইসলামীর তৃণমূল দায়িত্বশীলদের এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, '৩৬ দিনের গণ-আন্দোলনে ছাত্র-জনতার রক্ত বৃথা যেতে পারে না। হাজার হাজার ছাত্র-জনতা এখনো আহত অবস্থায় চিকিৎসাধীন থাকলেও জুলাই ঘোষণাপত্রে তাদের যথাযথ স্বীকৃতি দেওয়া হয়নি। এটি ইতিহাসের প্রতি অবিচার।'
হামিদুর রহমান আযাদ বাংলাদেশের ৫৩ বছরের ব্যর্থতার প্রধান কারণ হিসেবে ত্রুটিপূর্ণ নির্বাচন ব্যবস্থাকে দায়ী করেন এবং আসন্ন সংসদ নির্বাচনকে কালোটাকা ও সন্ত্রাসমুক্ত করতে 'পি.আর. পদ্ধতি'র ওপর জোর দেন। তিনি আরও বলেন, ভোট প্রদানে মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য নির্বাচন কমিশনকে যথাযথ ভূমিকা পালন করতে হবে।
নির্বাচনের তফসিল ঘোষণার আগে সব দলের জন্য সমান সুযোগ বা 'লেভেল প্লেয়িং ফিল্ড' নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। জনগণের ভোটাধিকার রক্ষায় নেতা-কর্মীদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মহেশখালী উপজেলা উত্তর জামায়াতের আমির মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা বশির আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন, কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী।
এছাড়াও আরও বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য মোঃ জাকের হোছাইন, শ্রমিক কল্যান ফেডারেশনের মহেশখালী উত্তরের সভাপতি আনছারুল করিম, মাতারবাড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলা উদ্দিন, ধলঘাট ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম, সাবেক ছাত্র নেতা অধ্যাপক শওকত আলী, মাতারবাড়ি ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ সরওয়ার আলম, ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি ওমর ফারুকসহ ধলঘাট ও মাতারবাড়ির প্রত্যেক কেন্দ্র কমিটির সভাপতি বৃন্দ।
0 মন্তব্যসমূহ