উখিয়ায় সাগরপাড়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

 



পাটোয়ারটেক সমুদ্রের তীরে অজ্ঞাত ব্যক্তির লাশ ভেসে আসলো
আরবিএন কক্সবাজার অফিসঃ
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাটোয়ারটেক এলাকার চেনছড়ি সমুদ্রসৈকতের দক্ষিণ পাশে সাগর থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সকালে ৫:৩০ টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়,  সকাল অনুমান ০৫ঃ৩০ ঘটিকার সময় উখিয়া থানাধীন ০১ নং জালিয়াপালং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সেঞ্চুরি নামক এলাকার সমুদ্র তীরে পানির ঢেউ এর সাথে একটি অজ্ঞাত ব্যক্তির লাশ ভেসে আসে। উক্ত মৃত ব্যক্তির বয়স অনুমান ২৭-৩০ বছর হবে। ধর্ম ইসলাম। স্থানীয় লোকজনদের উক্ত লাশের ছবি দেখানো হয়েছে। মৃত ব্যক্তির ছবি ফেসবুকে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত লাশের পরিচয় সনাক্ত হয়নি। পিবিআই কে জানানো হয়েছে। লাশের সুরতহাল প্রস্তুতপূর্বক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উখিয়া থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) হলেন মোঃ আরিফ হোসাইন আরবিএনকে  জানান,
এখনো পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। কিছু আইনি প্রক্রিয়া শেষ করে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়াধীন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ