ডজনখানেক প্রতারণা মামলায় ঈদগাহ'র মামুন আটক, ভাই ইসমাইল পলাতক

 



নিজস্ব প্রতিবেদক:
প্রতারণার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক ছাত্র মামুনুর রশিদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। দীর্ঘ দিন ধরে বিভিন্ন ব্যক্তি ও পরিচিতদের কাছ থেকে নানা অজুহাতে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গ্রেফতারকৃত মামুনুর রশিদ (৩২) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্র। তার বাবার নাম বদরুল আলম এবং তাদের বাড়ি কক্সবাজারের ঈদগাহ উপজেলার নাপিতখালী এলাকায়।


পুলিশ সুত্রে জানা গেছে, মামুনুর রশিদের বিরুদ্ধে ৯টি মামলা দায়ের, আরও ৬টি প্রক্রিয়াধীনঃ
এর মধ্যে সিআর-১৬৫০/২৪, সিআর-৪০৯/২৫, সিআর-২২০৯/২৪, সিআর-১৭০৯/২৫, সিআর-৪৬৩/২৫ এবং সিআর-২১৭/২৫ নম্বরের মামলাগুলোতে আসামি হিসেবে সরাসরি তার নাম উল্লেখ রয়েছেএছাড়া, নন-জিআর ১৬৮১/২৫ মামলায় তার বাবা বদরুল আলমসহযোগী মোঃ ইসমাইলের সাথে তাকেও আসামি করা হয়েছেএকই অভিযোগে মোঃ ইসমাইলের বিরুদ্ধে আরও দুটি মামলা (সিআর-১৬৪৯/২৪ ও সিআর-৭৮২/২৪) দায়ের হয়েছেপুলিশ সূত্রে জানা গেছে, মামুনুর রশিদের বিরুদ্ধে আরওথেকে ৭টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে
মামুনের বড় ভাইও একাধিক প্রতারণা মামলার আসামী এবং বর্তমানে সে পলাতক আছে বর্তমানে মামুনুর রশিদ পুলিশের হেফাজতে আছেন এবং তার বিরুদ্ধে চলমান মামলাগুলো তদন্ত করা হচ্ছে

ভুক্তভোগী ও এলাকাবাসীরা জানান, মামুনুর রশিদ প্রতারণার মাধ্যমে অনেকের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন। তার গ্রেফতারের পর স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন এবং এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। স্থানীয়রা সতর্ক করে সাধারণ মানুষকে অনুরোধ করেছে, কোনো যাচাই-বাছাই ছাড়া মামুনুর রশিদ বা তার মাধ্যমে কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ