পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারীসহ আটক ২



নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে হাসিনা (২৯) নামের এক রোহিঙ্গা নারী আটক হয়েছেন। এ সময় তার স্বামী পরিচয় দেওয়া মেজবাহ (৩৩) নামের এক বাংলাদেশি যুবককেও আটক করা হয়। বুধবার (২৭ আগস্ট) বিকেলে বায়োমেট্রিক যাচাইয়ের সময় তাদের পরিচয় শনাক্ত করা হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহমদ জানান, তারা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছিলেন। কিন্তু বায়োমেট্রিক পরীক্ষায় তাদের রোহিঙ্গা পরিচয় ধরা পড়ে। এর পরপরই হাসিনা ও তার স্বামী পরিচয় দেওয়া মেজবাহকে পুলিশে দেওয়া হয়।

তিনি আরও বলেন, এই বিষয়ে কঠোর নজরদারি চলছে এবং রোহিঙ্গাদের আটকের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। গত তিন মাসে আরও তিনজন রোহিঙ্গাকে একইভাবে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

এ ঘটনায় পাসপোর্ট অফিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ