কক্সবাজারে নিষিদ্ধ পলিথিন বিরোধী যৌথ অভিযানে জরিমানা

 


কক্সবাজার অফিসঃ 

কক্সবাজার পৌর শহরের বড় বাজারে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে তিনটি দোকানকে জরিমানা করা হয়েছে। আজ বুধবার (৬ আগস্ট) র‍্যাব-১৫ এর সহায়তায় পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার কার্যালয় এক যৌথ অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করে।

অভিযানকালে তিনটি দোকান থেকে মোট ৪৯ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। র‍্যাব-১৫ এর ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান এই দোকানগুলোকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. আব্দুল হালিম এবং পরিদর্শক মুসাইব ইবনে রহমানসহ র‍্যাব-১৫ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ