চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হল সমস্যা সমাধানে ছাত্রশিবিরের স্মারকলিপি

 


মুহাম্মাদ রিয়াদ উদ্দিন, চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ ফরহাদ হলের নানাবিধ সমস্যা সমাধানে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) উপ-উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিনের কাছে এই স্মারকলিপি জমা দেওয়া হয়। এতে হলটির আটটি প্রধান সমস্যার কথা তুলে ধরা হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়েছে, হলটিতে বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নেই, যার কারণে শিক্ষার্থীরা নানা রোগে আক্রান্ত হচ্ছেন। দ্রুত বিশুদ্ধ পানির ব্যবস্থা করার দাবি জানানো হয়। এছাড়া, সংকীর্ণ হল মসজিদ সম্প্রসারণ করে ইমাম নিয়োগ এবং নামাজের প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহের অনুরোধ করা হয়।

হলের নিরাপত্তা জোরদারের জন্য প্রবেশ গেট, সিঁড়ি ও বারান্দাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা স্থাপন ও নিয়মিত তদারকির কথা বলা হয়েছে। একই সঙ্গে হল লাইব্রেরিতে সব বিভাগের মৌলিক বইয়ের ব্যবস্থা, সাইকেল স্ট্যান্ড স্থাপন, ওয়াই-ফাই সার্ভিস ও লিফট চালুর দাবিও জানানো হয়।

খেলার মাঠের ব্যবস্থা করা, ইনডোর ও আউটডোর গেমসের সরঞ্জাম সরবরাহ এবং ব্যায়ামের প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার জন্যও অনুরোধ করা হয়। স্মারকলিপিতে শহীদ ফরহাদ হোসেন হল, শহীদ আব্দুর রব হল ও অতীশ দীপঙ্কর হলের মাঝামাঝি স্থানে একটি জামে মসজিদ নির্মাণেরও প্রস্তাব করা হয়। পাশাপাশি ডাইনিং ও ক্যান্টিনের খাবারের মান উন্নয়ন এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

স্মারকলিপি প্রদানের সময় ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য সম্পাদক সাঈদ বিন হাবিব, প্রচার সম্পাদক মো. ইসহাক ভূঁঞা, শিক্ষা সম্পাদক মোনায়েম শরীফসহ হলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ