দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সাংবাদিক ইয়াবা সহ আটক

 




//টেকনাফের সাংবাদিক পরিচয়দানকারী বাশখালীতে ইয়াবাসহ গ্রেপ্তার

এরফান হোছাইন,  কক্সবাজার প্রতিনিধি:
ইয়াবা পাচারের সময় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার স্টাফ রিপোর্টার পরিচয়দানকারী এক ব্যক্তিকে চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে দুই হাজার চারশো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম নুরুল আলম মুজাহিদ। তিনি টেকনাফের নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার বাসিন্দা। বাঁশখালী থানা পুলিশ জানায়, টেকনাফ থেকে ইয়াবা নিয়ে যাওয়ার সময় চেকপোস্টে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে এর আগেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুজাহিদের স্ত্রীও মাদক ব্যবসায় জড়িত। এর আগেও তিনি ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন।
এলাকার সচেতন মহল অভিযোগ করে জানায়, 'দৈনিক আজকের বসুন্ধরা' নামের এই পত্রিকাটি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার কার্ড ব্যবসা চালিয়ে যাচ্ছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ীরা এই পত্রিকার সাংবাদিক পরিচয়পত্র কিনে থাকে। এতে প্রকৃত সাংবাদিকতা পেশা কলঙ্কিত হচ্ছে। তাদের মতে, এই পত্রিকার কক্সবাজার জেলায় প্রায় ১৫ থেকে ২৫ জন সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তি রয়েছেন, যাদের অনেকেই নানা ধরনের অপকর্মে জড়িত।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত সুধাংশু শেখর হালদার বলেন, চট্টগ্রাম বাঁশখালী সড়কের পুইছড়ি সীমান্ত ব্রিজ এলাকায় দুপুর দুইটার দিকে চেকপোস্টে সন্দেহ বাজন মোটরসাইকেল আরোহীকে থামানোর জন্য নির্দেশনা দেয়া হয়। সাংবাদিক পরিচয় দিয়ে নুরুল আলম জিহাদী তর্ক করেন ।কক্সবাজার জেলার চকরিয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে  মোটরসাইকেল আরোহী নুর আলম মুজাহিদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় একই সাথে মোটরসাইকেল জব্দ করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হয়েছে। আসামিকে জেল হাজতে  প্রেরণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ