নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনওয়ারী বলেছেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মানবিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব অপরিহার্য। তিনি বলেন, জামায়াতে ইসলামী সেই নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব তৈরির জন্য কাজ করছে।
গতকাল শুক্রবার (১৫ আগস্ট) উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতের কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড সভাপতি মনজুরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
একই দিনে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড (আংশিক) ও ৬ নম্বর ওয়ার্ডের সহযোগী সমাবেশেও বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনওয়ারী। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গণমানুষের আকাঙ্ক্ষা ধারণ করে নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে হবে। তিনি সকল দায়িত্বশীলকে সার্বিক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।
বাহারছড়া ইউনিয়ন জামায়াতের মাস্টার এরশাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে টেকনাফ উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল্লাহসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। সভায় জাহাজপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের জন্য ৪৫১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়, যার প্রধান পরিচালক হিসেবে ছৈয়দুর রহমান এবং সদস্য সচিব হিসেবে হাফেজ দেলোয়ার হোসেনকে মনোনীত করা হয়।
0 মন্তব্যসমূহ